বিনামূল্যে টিকিটের জন্য ৩০ বার ওঠবোস!
নয়া দিল্লি: প্রধানমন্ত্রীর নয়া উদ্যোগ। দেশবাসীকে সুস্থ রাখতে হবে। তাই তাঁদের রোজ শরীরচর্চা ওঠবোসের ব্যবস্থা করতে চলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। যার শুভারম্ভ রাজধানী দিল্লিতেই। খবর, নমোর "Fit India"-র প্রচারকে এগিয়ে নিয়ে যেতে ভারতীয় রেল জন্য (IIndian Railways) একটি মেশিন লাগিয়েছে নয়া দিল্লির আনন্দ বিহার (Anand Vihar Railway Station) স্টেশনে। সেখানে ৩ মিনিটে ৩০ বার ওঠবোস করলেই আর প্ল্যাটফর্মের টিকিট কাটতে হবে না!। ইতিমধ্যেই শহরের এই প্রজন্ম আগ্রহের সঙ্গে ব্যবহার করছেন এই মেশিন। এতে ১০ টাকা বাঁচবে মাথাপিছু। কারণ, আনন্দ বিহারের প্ল্যাটফর্ম ভাড়া ১০ টাকা।
পাক বিয়ের 'গ্ল্যামার' বাড়াতে লাহোরে শত্রুঘ্ন সিনহা?
২৫ মিনিটের একটি ভিডিও ক্লিপ সোশ্যালে পোস্ট করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, বিনামূল্যে প্ল্যাটফর্মে ঢুকতে অনেক যুবকই হাসিমুখে এই প্রক্রিয়া মেনে নিয়েছেন।
নেতাজি রহস্যে নয়া মোড়, সরকারি ল্যাবে নেই সুভাষ-গুমনামির দাঁতের রিপোর্ট!
যাত্রীদের উৎসাহিত করতে তিনি টুইটে লেখেন: "দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনের যাত্রীদের শরীরচর্চায় উৎসাহিত করতে একটি অন্য ধরনের পরীক্ষা চালানো হচ্ছে। এখানে বসানো মেশিনে ওঠবোস করলেই মিলবে বিনামূল্যে প্ল্যাটফর্ম টিকিট।"
ইতিমধ্যেই ভিডিওটি ২ লাখেরও বেশি বার দেখেছেন নেটিজেন। সোশ্যালেও ভাইরাল হয়েছে সেটি।
রাজনীতিবিদরাও "শরীরচর্চায় সাশ্রয়" রেলওয়ের এই বিশেষ উদ্যোগের প্রশংসা করেছেন।
যদিও এই উদ্যোগ আগে বিশ্বের অন্য দেশে দেখা গেছে। রাশিয়ায়, ২০১৪-র সোচি অলিম্পিকের আগে, সেখানকার রেল মন্ত্রক মস্কোর পশ্চিমে ভ্যাস্টাভোচনায়ে স্টেশনে একটি 'স্কোয়াট অ্যান্ড রাইড' মেশিন লাগিয়েছিল। সেখানেও ফ্রি-এন্ট্রির জন্য মেশিনের সামনে ৩০ বার ওঠবোস করতে হত যাত্রীদের।