মাথা-খোলা একটা গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে সিংহটি।
ক্রিমিয়ার ভিলনোহরক পার্কে একটা সিংহকে এক যাত্রী বোঝাই গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ার সময় ক্যামেরাবন্দী করা হল। কয়েক সপ্তাহ আগে ওই পার্কেই আর একজন মহিলার ওপর অন্য একটা সিংহ লাফিয়ে পড়েছিল। টাইগান সাফারি পার্কের এই ঘটনা ক্যামেরাবন্দী করে পার্ক কর্তৃপক্ষ ইউটিউবে আপলোড করেছে। সিবিএস নিউজের তরফে জানানো হয়েছে ফিল্যা নামক একটা সিংহকে পর্যটক সমেত একটা মাথা-খোলা সাফারি গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে। ডেইলি মেলের রিপোর্টে জানা গেছে গাড়িটা পার্কের মালিক ওলেগ জুবকোভই চালিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি “লায়ন হুইস্পার” নামেও পরিচিত।
পর্যটকদের সকলেই সিংহটিকে শান্ত করে পোষ মানাতে দেখে হাসলেও একজন মহিলাকে ভয় পেয়ে গাড়ির বাইরে বেরিয়ে যেতে দেখা গেছে।
নিচে দেখে নিন ভিডিওটাঃ
শনিবার ইন্টারনেটে ভিডিওটা শেয়ার হওয়ার পর থেকে প্রায় চার লক্ষের বেশি মানুষ ভিডিওটা দেখেছেন এবং কয়েকশো মানুষ সেখানে কমেন্ট করেছেন। টুইটারে বিভিন্ন মানুষের প্রতিক্রিয়ায় ভিডিওটাকে টুইটার মোমেন্টের স্বীকৃতি দেওয়া হয়েছে।
দেখুন সকলে কী বলেছেঃ
ডেইলি মেলের রিপোর্টে বলা হয়েছে এর মাত্র আট সপ্তাহ আগে ভিত্যা নামক একটা সিংহ ওই পার্কেই এক মহিলার হাত কামড়ে দিয়েছে।
টাইগান সাফারি পার্কে পর্যটকদের অনেক কাছে থেকে সিংহ দেখতে দেওয়া হয় তাই পার্কটি অত্যন্ত বিখ্যাত।
Click for more
trending news