Facebook Video: ক্যামেরার সামনে একটি বড় সাপ নিয়ে কেরামতি দেখাতে গিয়ে কপালে ছোবল খেলেন সাপ শিকারী।
নয়া দিল্লি: ক্যামেরা হাতে একটি সাপকে (Snake) নিয়ে কেরামতি দেখাতে গিয়ে চরম শিক্ষা পেলেন এক সরীসৃপ শিকারী। সাপটিকে ধরে মুখের সামনে নিয়ে আসার পর সেটি সটান ছোবল দিল ওই ব্যক্তির কপালে। একটি ফেসবুক ভিডিওতে (Facebook Video) দেখা যাচ্ছে, ওই সরীসৃপ শিকারী একটি বাদামী অ্যান্ডসিলভারস্কিনের সাপকে ধরে নিজের মুখের কাছে নিয়ে এসেছেন, আর সাপটির দিকে তাকিয়ে আছেন। তিনি সাপটিকে তাঁর মুখের কাছে ধরে রাখেন এবং সরীসৃপটিকে কয়েকবার বাতাসে ছুঁড়েও মারেন তিনি। তারপরেই তাঁর কপালে ছোবল দেয় সাপটি। যতবার তিনি ওই কাজ করছেন, ততবার সাপটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তাঁর দিকে ঝুঁকতে চেষ্টা করে। বিরক্ত সরীসৃপটি ওই ব্যক্তিকে বহুবার কামড় দেওয়ার চেষ্টা করে, তবে তিনি নিজেকে সাপটিকে একহাত দূরত্বে ধরে রাখেন।
ফোনে কথা বলতে বলতে সঙ্গমরত সাপের উপর বসে পড়লেন মহিলা, জোড়া ছোবলে মৃত্যু
ভিডিওটির শেষের দিকে দেখা যায়, ওই সাপ শিকারী সাপটিকে নিজের মাথার উপর রাখে এবং সরীসৃপটিকে উপহাস করেন । কিন্তু এক মুহূর্তে অমনোযোগী হয়ে পড়লেই সুযোগ বুঝে তাঁর কপালে ছোবল বসায় সাপটি।
হতভম্ব ব্যক্তিটি ওই সাপটিকে তাঁর কপাল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। তারপরেই তিনি ক্যামেরার ভিউ থেকে পড়ে যান।
সাপের কামড় খেয়ে পাল্টা সাপকে কামড়ে টুকরো টুকরো করে ফেললেন মাতাল ব্যক্তি
সম্প্রতি, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক মহিলা ভুল করে একজোড়া সাপের উপরে বসে পড়লে তাঁকে ছোবল মারে সাপটি। কয়েক মিনিটের মধ্যেই ওই মহিলা অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মারা যান। জানা গেছে, সাপগুলি ঘরে ঢুকে পড়েছিল কোনওভাবে এবং মহিলার ঘরের বিছানার উপরে বসে ছিল। মহিলার বিছানার চাদরটি ছাপা ছাপা হওয়ায় সাপদুটিকে দেখতে পাননি তিনি। পশু-প্রাণী বিশেষজ্ঞরা বলেন যে ওই মহিলা যখন সাপদুটির উপর বসে পড়ে তখন সাপগুলি সম্ভবত সঙ্গমরত ছিল।
Click for more
trending news