প্রধানমন্ত্রী অ্যাসল্ট রাইফেল হাতে চোখ রাখলেন লক্ষ্যভেদের উদ্দেশ্যে
হাইলাইটস
- অ্যাসল্ট রাইফেল হাতে দেখা মিলল প্রধানমন্ত্রীর
- প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহকেও দেখা যায় বন্দুক হাতে
- ৪০টি দেশের মন্ত্রীরা এতে অংশ নেন
Lucknow: DefExpo 2020-তে নিজের শ্যুটিংয়ের প্রতিভা যাচাই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। লখনউয়ে বুধবার তিনি উদ্বোধন করলেন এটির। তারপর অ্যাসল্ট রাইফেল হাতে চোখ রাখলেন লক্ষ্যভেদের উদ্দেশ্যে। তাঁর শ্যুটিংয়ের ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখা যায় প্রধানমন্ত্রীর শ্যুটিং দেখতে। প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহকেও (Rajnath Singh) দেখা যায় বন্দুক হাতে। পাঁচদিনের DefExpo-র উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বলেন, দেশ আগামী পাঁচ বছরে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির লক্ষ্যমাত্রা রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের মন্ত্র হল ‘মেক ইন ইন্ডিয়া'। ভারতের জন্য, বিশ্বের জন্য। ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির পরিমাণ ছিল ২,০০০ কোটি টাকা। গত ২ বছরে সেটা বেড়ে ১৭,০০০ কোটি টাকা হয়েছে। আগামী পাঁচ বছরে আমাদের লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় অর্থে যার মূল্য ৩৫,০০০ টাকা।''
তিনি আরও বলেন, ‘‘ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে অসীম সম্ভাবনা রয়েছে। প্রতিভা রয়েছে, প্রযুক্তিও। উদ্ভাবন আছে, পরিকাঠামোও। রয়েছে অনুকূল নীতি। রয়েছে বিদেশি বিনিয়োগের সুরক্ষা। রয়েছে দাবি, গণতন্ত্র এবং প্রামাণ্যতা।''
মেগা প্রতিরক্ষা ইভেন্টের এটা একাদশতম সংস্করণ। এবারের ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে লখনউয়ে।
৪০টি দেশের মন্ত্রীরা এতে অংশ নেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার গুরুক্বপূর্ণ সুযোগ এই ইভেন্টে পাওয়া যাবে।