This Article is From Apr 24, 2020

রেলের নয়া রোবট ওষুধ দিচ্ছে কোভিড-১৯ রোগীদের, দেখুন ভিডিও

আইসোলেশনে থাকা রোগীদের সরাসরি সংস্পর্শে না এসেই এভাবে তাঁদের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার অভিনব পন্থা নিল রেল।

রেলের নয়া রোবট ওষুধ দিচ্ছে কোভিড-১৯ রোগীদের, দেখুন ভিডিও

যন্ত্রটি রোগীদের কাছে খাবারও ওষুধ পৌঁছে দেবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

হাইলাইটস

  • রেল তৈরি করেছে এক নতুন রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত যন্ত্র
  • হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীদের খাবার ও ওষুধ পৌঁছে দেবে এই রোবট
  • রেলমন্ত্রী পীযূষ গয়াল একটি ভিডিও শেয়ার করেন সেই রোবটের কাজকর্মের
নয়াদিল্লি:

ভারতীয় রেল (Indian Railways) তৈরি করে ফেলেছে এক রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত যন্ত্র। সেই যন্ত্রের কাজ কোভিড-১৯ (COVID-19) রোগীদের কাছে ওষুধ ও খাবার পৌঁছে দেওয়া। আইসোলেশনে থাকা রোগীদের সরাসরি সংস্পর্শে না এসেই এভাবে তাঁদের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার অভিনব পন্থা নিল রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। সেখানে এক স্বাস্থ্যকর্মীকে দেখা গিয়েছে যন্ত্রটি নিয়ন্ত্রণ করতে। তিনটি প্লাসিটের ট্রে রয়েছে যন্ত্রটিতে। তাতে ওষুধ নিয়ে যন্ত্রটি প্রবেশ করছে কোভিড-১৯ ওয়ার্ডে। দরজার বাইরে দাঁড়িয়ে যন্ত্রটিকে নিয়ন্ত্রণ করছেন ওই স্বাস্থ্যকর্মী।

ত্রুটিপূর্ণ টেস্টিং কিট ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট দেশে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ভিডিওটি শেয়ার করে রেলমন্ত্রী লেখেন, ‘‘করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে উদ্ভাবক প্রযুক্তি ও নয়া ভাবনাকে কাজে লাগিয়ে রেল তৈরি করেছে এক নতুন রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত যন্ত্র। এটি হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীদের পরিষেবা দেবে। এবার সামাজিক দূরত্ব বজায় রেখে রোগীদের যথাযথ যত্ন নেওয়া সম্ভব হবে।''

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ১,৭৫২, একদিনে সর্বাধিক

গত ২৪ ঘণ্টায় ভারতে ১,৭৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনের হিসেবে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে এটা নতুন রেকর্ড। দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩,৪৫২। মৃত ৭২৩।

পাশাপাশি জানা গিয়েছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার ক্ষেত্রে এখন সময় লাগছে ১০ দিন।

গত ২৪ মার্চ থেকে লকডাউন চলছে দেশে। প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত তা চলবে বলার পরেও প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ৩ মে পর্যন্ত তা চলার কথা ঘোষণা করেন।

.