The Unnao school teachers were suspended after an inspection on November 28.
উন্নাও: বই থেকে কয়েক লাইন ইংরেজি পড়তে পারলেন না দু'জন শিক্ষক। তাঁদের বরখাস্ত করা হল। ঘটনা উত্তরপ্রদেশের উন্নাওয়ের এক সরকারি স্কুলের। জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রকুমার পান্ডে শনিবার নির্দেশ দেন সিকন্দরপুর সারাউসির স্কুলটির ওই দুই শিক্ষককে বরখাস্ত করা হবে। গত ২৮ নভেম্বর পরিদর্শনের ঘটনাটি ঘটে। তখনই সামনে আসে বিষয়টি।
বেসিক শিক্ষা অধিকারী তথা বিএসএ প্রদীপ অধিকারী পান্ডে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রকুমার পান্ডে ওই স্কুলে পরিদর্শনে যান। ওঁর সঙ্গে আমিও ছিলাম। ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে হিন্দিতে প্রশ্ন করা হলে অধিকাংশ পড়ুয়াই ঠিকমতো উত্তর দেয়। কিন্তু ইংরেজিতে প্রশ্ন করা হলে বেশির ভাগই সঠিক উত্তর দিতে পারেনি। এমনকী কোনও কোনও শিক্ষকও ব্যর্থ হন।''
তিনি আরও বলেন, ‘‘জেলা ম্যাজিস্ট্রেট ওই দুই শিক্ষককে বলেন, তাঁরা যদি নিজেরাই ইংরেজি পড়তে না পারেন, তাহলে তাঁরা কী করে পড়ুয়াদের শেখাবেন।''