বম্বারের এক কামড়েই সাবার আস্ত তরমুজ!
যেমন বিশাল চেহারা তেমনি বড় হাঁ। আর সেই হাঁ-য়ের কাছে তো নস্যি একটা তরমুজ। এক কামড়েই (one bite) তাকে নিমেষে সাবড়ে দিল ফ্লোরিডার এক দানব কুমীর (alligator) বম্বার! ছবিটি ফেসবুকে শেয়ার করেছে সেন্ট অগাস্টিন অ্যালিগেটর ফার্ম জুয়োলজিক্যাল পার্ক (Florida's St Augustine Alligator Farm Zoological Park)। ছবিটি বলছে এটিই নাকি ওই অভয়ারণ্যের সবচেয়ে বড় কুমীর।
গলি থেকে রাজপথ! ঘরছাড়া যুবকের ‘ফোর্বস এশিয়া'র তালিকায় উত্তরণের কাহিনি মন জিতল নেটিজেনদের
স্লো মোশনের ভিডিও-য় দেখা যাচ্ছে, ডাঙা থেকে একজন তরমুজটি ছুঁড়ে দিল কুমীরের মুখে। নমেষে তাকে চিবিয়ে খেয়ে নিন বম্বার!
অভয়ারণ্যএর কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্য পশুদের থেকে এমনিতেই কুমীরের চোয়াল বেশি মজবুত।আর এই দানবাকৃতি কুমীরের কাছে তো এই তরমুজ নস্যি। দেখুন সেই ভিডিও:
সোশ্যালে শেয়ার হতেই ভিডিওটি ১৯ হাজার লাইক আর কমেন্ট পেয়েছে। ভিডিও দেখে নেটিডেনদের মতে, জোর করে আমিষাশীকে নিরামিষ খাওয়ালে যেমন হয়, কুমীরটারও যেন সেই দশা। অনেকে আবার বলছেন, বুম্বার তরমুজ পেয়ে খুব খুশি। দেখ কেমন হাসছে !
International Left-Handers Day: এমন দিবসও আছে! বিশ্ব বাঁহাতি দিবসে জেনে নিন বাঁহাতিদের অদ্ভুত তথ্য
আপনারও কি তাই-ই মনে হচ্ছে----
Click for more
trending news