This Article is From Nov 06, 2019

TikTok Trending Video: আর WhatsApp- থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয় নেই, দেখে নিন Trick

WhatsApp -এ Fingerprint Lock: নির্বিঘ্নে চালিয়ে যান WhatsApp Chats, কারণ আপনার WhatsApp চলবে, আপনার আঙুলের ইশারায়

TikTok Trending Video: আর WhatsApp- থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয় নেই,  দেখে নিন Trick

কিভাবে WhatsApp-এ ব্যবহার করবেন Fingerprint Lock

নিউ দিল্লি:

WhatsApp-এ প্রায় প্রতিদিনই কিছু না কিছু নতুন বৈশিষ্ঠ আপডেট হতে থাকে। কিন্তু অ্যাপ অত্যাধুনিক হওয়ার সাথে সাথে মাথায় আসে এক জটিল চিন্তা, সেটিকে সুরক্ষিত রাখার চিন্তা।  আজকাল প্রায় সকলের হাতেই স্মার্টফোন। স্মার্টফোন ব্যবহারের সাথে সাথে কিভাবে সমস্ত ডেটা সুরক্ষিত রাখা যায়, মানুষের মাথায় এসেছে সেই চিন্তা। কাউর হাতে ফোন গেলে, সে হয়তো আপনার ব্যক্তিগত কোনো ফটো বা ভিডিও দেখে নিল, এই চিন্তা প্রায় সকলের মাথাতেই আছে। তবে মোবাইলের সমস্ত বৈশিষ্ঠ একদিকে আর হোয়াটসঅ্যাপ চ্যাটিং (WhatsApp Chats) আর একদিকে। অবশ্য আর এই নিয়ে আর টেনশন করার কিছু নেই, TikTok-এর ভাইরাল ভিডিও দূর করবে আপনার টেনশন।  এবার থেকে Fingerprint Lock-এর জন্য আপনাকে আর কোনো রকম অ্যাপ ডাউনলোড করতে হবে না। এখন থেকে  WhatsApp-এ Fingerprint Lock-এর জন্য একটা সেন্সর বোঝাই যথেষ্ট।  

WhatsApp-এ Fingerprint Lock সেন্সর লাগানোর জন্য এই স্টেপ গুলি বোঝা খুবই জরুরি: 

১. সবার আগে গুগল প্লে-স্টোরে গিয়ে WhatsApp আপডেট করুন। 

২. আপডেট হওয়ার পর সেটিং-এ যান 

৩. সেটিং-এরপর একাউন্টসে যান

৪. একাউন্টসে গিয়ে প্রাইভেসিতে ক্লিক করুন

৫. প্রাইভেসি অপশানের শেষে দেওয়া Fingerprint -এ ক্লিক করুন 

৬. এবার আনলক উইথ Fingerprint-এ ক্লিক করুন 

৭. এবার কনফার্ম ফিঙ্গারপ্রিন্ট-এ ক্লিক করে মোবাইলে থাকা সেন্সরে নিজের আঙ্গুল লাগান। 

৮. Fingerprint লাগার সাথে সাথে 'Unlock with fingerprint' সবুজ হয়ে উঠবে। 

৯. এর ঠিক নিচে অটোমেটিক্যালি লকের অপশন আসবে, এর থেকে আপনি নিজের পছন্দ অনুসারে সময় নির্বাচন করে নিতে পারেন। যেমন ধরুন, এক মিনিট বাদে বা তিরিশ সেকেন্ড বাদে। 

১০. অটোমেটিক্যালি লক-এর অপশন নির্বাচনের সাথে সাথে আপনার WhatsApp-এ ফিঙ্গারপ্রিন্ট লক লেগে যাবে।  

এবার থেকে আপনার মোবাইলের মতো আপনার WhatsApp -ও  চলবে আপনার আঙ্গুলি হিলনে।

Click for more trending news


.