This Article is From Dec 27, 2019

Viral: তালি দিচ্ছেন মীরা কুমার, নাচছেন রাহুল গান্ধি! আদিবাসী নৃত্যে মশগুল কংগ্রেস নেতা

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং দলের শীর্ষস্থানীয় নেতারাও রাহুল গান্ধির সঙ্গে মঞ্চে উঠে নাচেন। এই প্রথম ছত্তিশগড়ে জাতীয় উপজাতীয় নৃত্য উৎসবের আয়োজন করা হচ্ছে।

Viral: তালি দিচ্ছেন মীরা কুমার, নাচছেন রাহুল গান্ধি! আদিবাসী নৃত্যে মশগুল কংগ্রেস নেতা

রাহুল গান্ধি মাথায় ঐতিহ্যবাহী লাল পাগড়ি  বেঁধে ঢোল পিটিয়ে আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে নাচেন।

রায়পুর:

শুক্রবার তিন দিনের জাতীয় উপজাতীয় নৃত্য উৎসবের (national tribal dance festival) উদ্বোধন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Congress leader Rahul Gandhi)। শুধু অনুষ্ঠানের উদবোধন নয় ছত্তিশগড়ের রায়পুরে উপজাতি সম্প্রদায়ের সঙ্গে জমিয়ে নাচও করেছেন কংগ্রেস নেতা। “এই অনন্য উত্সবটি আমাদের সমৃদ্ধ আদিবাসী সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন এবং সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ,” মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে লিখেছেন রাহুল। রাহুল গান্ধি মাথায় ঐতিহ্যবাহী লাল পাগড়ি  বেঁধে ঢোল পিটিয়ে আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে নাচেন।

উপজাতি সম্প্রদায়ের সঙ্গে রাহুল গান্ধির নাচ দেখুন:

“এটি বাস্তার অঞ্চলে আবুজামাদের দন্ডামি মাদিয়া উপজাতির একটি খুব জনপ্রিয় নৃত্য এবং এটি গৌড় নৃত্য হিসাবেও পরিচিত। এই নাচটি পুরুষ এবং মহিলাদের একটি দল উপস্থাপন করে। পুরুষরা একটি বাইসনের শিংয়ের মুকুট পরেন এবং নাচের সময় ঢোল বাজায়,” উপজাতি উত্সবের অফিসিয়াল পেজে টুইট করা হয়েছে এমনটাই।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং দলের শীর্ষস্থানীয় নেতারাও রাহুল গান্ধির সঙ্গে মঞ্চে উঠে নাচেন। এই প্রথম ছত্তিশগড়ে জাতীয় উপজাতীয় নৃত্য উৎসবের আয়োজন করা হচ্ছে।

রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তিন দিনের এই নৃত্য উৎসবে ২৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবং ছয়টি দেশ থেকে মোট ১৩৫০ জনের বেশি মানুষ এতে অংশ নেবেন। উনত্রিশটি উপজাতি দল চারটি নৃত্যের ৪৩ টিরও বেশি শৈলীর উপস্থাপনা করবে।

কর্মসূচি অনুসারে প্রথম দিন সকাল ১১:৪৫ থেকে বিবাহ ও অন্যান্য রীতিনীতি, ঐতিহ্যবাহী উত্সব, কৃষি সম্পর্কিত লোকনৃত্যের ভিত্তিতে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৮ ডিসেম্বর, সকাল ৯ টা থেকে গুজরাটের শিল্পীরা ভাসা নাচ মঞ্চস্থ করবেন, অন্ধ্রপ্রদেশের শিল্পীরা ঢিমসা নৃত্য পরিবেশন করবেন, ত্রিপুরার শিল্পীরা মমিতা নৃত্য পরিবেশন করবেন।

অনুষ্ঠানের তৃতীয় দিনে উত্তরাখণ্ডের লাশপা নৃত্য, জম্মুর বাকরওয়াল নৃত্য, মধ্যপ্রদেশের ভাদম নৃত্য, হিমাচল প্রদেশের গাদ্দি নৃত্য, কর্ণাটক ও সিকিমের লোক নৃত্য, ঝাড়খণ্ডের দামকাচ নৃত্য, ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার দণ্ডমি নৃত্য মঞ্চস্থ করা হবে।

রাজ্যসভায় বিরোধী দলের নেতা গোলাম নবী আজাদ, রাজ্যসভার সদস্য আনন্দ শর্মা, আহমদ প্যাটেল, মতিলাল ভোড়া, প্রাক্তন সাংসদ কেসি ভেনুগোপাল, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধিও এই উৎসবে অংশ নেবেন।

.