দুই কন্যা সহ সুস্মিতা সেন
হাইলাইটস
- ধুনুচি নাচকে দুর্গাপুজোর একটা অঙ্গ হিসাবে ধরে নিতে পারেন
- চারদিকে মায়ের জয়জয়কার শোনা যাচ্ছে
- ৪২ বছর বয়সী সুস্মিতা সেনকে ধুনুচি নাচ করতে দেখা যাচ্ছে
নিউ দিল্লি: এসে গেছে উৎসবের দিন, প্রায় সারা ভারতবর্ষ জুড়ে চলছে মাতৃ আরাধনা। কোথাও নবরাত্রি ((Navratri 2018) তো কোথাও দুর্গাপুজো (durgapujo 2018), চারদিকে মায়ের জয়জয়কার শোনা যাচ্ছে। শুধু সাধারণ মানুষ নয়, এই আনন্দে গা ভাসিয়েছে সেলিব্রেটিরাও। প্রায় সমস্ত সেলিব্রেটিরা সাধারণ মানুষের সাথেই একাত্ম হয়ে প্রাণ ভোরে উপভোগ করছে দুর্গাপুজো। এই ভিডিওতে দেখুন, কিভাবে অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) তার দুই কন্যা এলিজা এবং রিনে কে নিয়ে মেতে উঠেছেন দূর্গা পুজোর আনন্দে। এই ভিডিওতে ৪২ বছর বয়সী সুস্মিতা সেনকে ধুনুচি নাচ করতে দেখা যাচ্ছে।
ধুনুচি নাচকে দুর্গাপুজোর একটা অঙ্গ হিসাবে ধরে নিতে পারেন। মায়ের সামনে দাঁড়িয়ে হাতে ধুনুচি নিয়ে নাচ হয়। ধুনুচি নাচের এই ঐতিহ্যকে সুস্মিতা সেন খুব সুন্দর ভাবে নাচের মধ্যে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এই ভিডিওতে শাড়ি পরে সুস্মিতা সেনকে খুবই সুন্দর দেখাচ্ছে। সেই সাথে দুই মেয়েকেও বাঙালি ঐতিহ্য মেনেই সাজিয়ে তুলেছেন তিনি।
কলকাতার বনেদি বাড়ির পুজো: মল্লিক বাড়ির দুর্গাপুজো
দেখুন ভিডিও...
মিস ইউনিভার্স সুস্মিতা সেন হলেন এমন একজন সেলিব্রেট, যিনি সর্বদা আলাদা কিছু করে দেখানোর চেষ্টা করেছেন। ১৯৯৪ সালে সুস্মিতা মিস ইউনিভার্সের খেতাব লাভ করেছিলেন। তারপর কয়েক বছর বলিউডে জমিয়ে কাজ করেন, তিনি দুটি মেয়েকে দত্তক নিয়েছেন। তিনি একই দুটি বাচ্চার অভিভাবকত্ব করছেন, তাদের নিয়েই তিনি ব্যস্ত থাকেন।
দেখুন ভিডিও...
ভারতীয় হিসাবে তিনিই প্রথম মিস ইউনিভার্সের খেতাব লাভ করতে সক্ষম হয়েছিলেন। ১৯৯৬ সালে তিনি বলিউডে পা রাখনে 'দস্তক' সিনেমা দিয়ে। ২০১০ থেকে ২০১৩ সালে তিনি 'আই এম সি' পিজেনেটের আয়োজন করেছিলেন, যার সাহায্যে মিস ইউনিভার্সের জন্য ভারতের প্রতিনিধি নির্বাচন করা হয়েছিল।
দেখুন কলকাতার বিখ্যাত পুজোর ভিডিও: