Viral Video: হঠাৎ করেই এক চিতাবাঘের শাবক বালির পাহাড় বেয়ে নিচের দিকে নেমে আসে
নিউ দিল্লি: প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো ভিডিও ভাইরাল হোতে থেকে, কিন্তু সম্প্রতি একটি রোমহর্ষকর ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে এক মুহূর্তের মধ্যে কেঁপে উঠতে পারে আপনার হৃদয়ও। ভিডিও-তে হঠাৎ-ই এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের সামনে এসে পড়ে চিতাবাঘের শাবক। আসলে, গেম রেঞ্জর ডিলন নেলসন এক মা চিতাবাঘ ও তার শাবককে নিয়ে ভিডিও বানাচ্ছিলেন, কিন্তু তখনই চিতাবাঘের শাবক উপস্থিত হয় ক্যামেরার সামনে, ডেলি-মেল অনুসারে এটি সাউথ আফ্রিকার সবী স্যান্ডস প্রাকৃতিক অভয়ারণ্য-এর দৃশ্য।
Viral Video: চিতাকে তিতিবিরক্ত করে মারছে হরিণ ছানা! লড়াইয়ে শেষ হাসি কার?
ভিডিও-তে দেখা যাচ্ছে, হঠাৎ করেই এক চিতাবাঘের শাবক বালির পাহাড় বেয়ে নিচের দিকে নেমে আসে, আর ডিলনের সামনে এসে দাঁড়িয়ে যায়। ২৫ বছরের এই ফটোগ্রাফার সঙ্গে সঙ্গে স্থির হয়ে যায়, সে তার জুতোটা দেখতে থাকে। মেট্রো নিউজ অনুসারে, ''আমি এই এলাকায় গেম রেঞ্জার ও গাইডের কাজ করি, এখানে ঘুরতে আসা লোকেদের অভিযানেও নিয়ে যাই আমি", এমনটাই জানিয়েছিলেন ডিলন নেলসন। মা চিতাবাঘ ও তার দশমাসের শাবকের ভিডিও বানানোর কাজেই ব্যস্ত ছিলেন ডিলন নেলসন, এমনটাই জানিয়েছেন তিনি।
Viral Video: বাচ্চারা গাড়ির ভিতর থেকে ছবি তুলছিল, তখনই গর্জন করে উঠল সিংহ, তারপর...?
ডিলন নেলসন আরোও জানিয়েছেন, ''আসলে আমার মনে হয়, এই শাবকের জানার ইচ্ছাটা একটু বেশিই, তাই সে বোধহয় আমার জুতোটাকে কাঠবিড়ালী ভেবে ভুল করেছিল।'' তিনি আরও বলেন, ''এই শাবককে আমার সামনে এগিয়ে আসতে দেখে আমার মনে হয়েছিল, আমার একটু দাঁড়িয়ে যাওয়া উচিত, ও যা দেখতে এসেছে ওকে তা দেখতে দেওয়া দরকার। ওর দেখা শেষ হলে তবেই এই স্থান ছাড়ার কথা ভাবি আমি।''
ডিলন নেলসন আরও জানান, ''হঠাৎ-ই এমন আকস্মিক ঘটনার জন্য আমি স্তম্ভিত হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু আমার উৎসাহের এতটুকু ঘাটতি ঘটেনি।''
দেখুন ভিডিও:
Click for more
trending news