This Article is From Aug 12, 2019

Watch Video: কী কাণ্ড! বৃষ্টিতে বানভাসি বিমানবন্দর...হতভম্ব যাত্রীরা!

কলকাতা লন্ডন হল? না লন্ডন কলকাতা! সত্যিই জানা নেই। তবে কলকাতার একটা চেনা ছবির হদিশ মিলল বিদেশে।

Watch Video: কী কাণ্ড! বৃষ্টিতে বানভাসি বিমানবন্দর...হতভম্ব যাত্রীরা!

বৃষ্টিতে জল থইথই লন্ডন লুটন বিমানবন্দরে

কলকাতা লন্ডন হল? না লন্ডন কলকাতা! সত্যিই জানা নেই। তবে কলকাতার একটা চেনা ছবির হদিশ মিলল বিদেশে। এখানেও জমিয়ে বৃষ্টি হলে জল থইথই করে বিমানবন্দরে! বিশ্বাস হচ্ছে না? নিজের চোখেই দেখে নিন ভিডিওতে। কয়েক পশলা বৃষ্টিতে জল চুঁইয়ে (Rainwater) ঢুকেছে লন্ডনের লুটন বিমানবন্দরে (London Luton Airport)। তাতেই বানভাসি দশা। অবস্থা দেখে হতভম্ব বিমানযাত্রীরা (stunned travellers)। কারণ, তাঁরা তো কলকাতায় হামেশাই ঘটা এধরনের দৃশ্যের সঙ্গে একেবারেই পরিচিত নন! যদিও প্রশাসন মহলের তাৎক্ষণিক সাফাই, ঝড়ো বাতাস আর প্রবল বৃষ্টি নাকি এই কাণ্ডের জন্য দায়ী!

Viral: ফের ধাঁধাঁ? তির চিহ্ন বাঁদিক ঘোরে না! কেন?

খবরে প্রকাশ, বানভাসি বিমানবন্দরের ঝটিতি হাল ফেরাতে সাময়িক স্থগিত রাখা হয় উড়ান পরিষেবা। প্রায় ১৫ মিনিট ধরে একটানা জল চুঁইয়ে পড়েছে এারপোর্টের মধ্যে। ফলে, গোড়ালি ডোবা জল দাঁড়িয়ে যায় ভেতরে।

সেই ভিডিও সামনে আসতেই টুইটারে পোস্ট হওয়া নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রূপ-কটাক্ষে 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা' এয়ারপোর্ট কর্তৃপক্ষের।

পরে বাধ্য হয়ে কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নেয় সমস্ত যাত্রীদের কাছে। আর অঘটনের জন্য দোষ চাপায় অকাল বর্ষণের ঘাড়ে!

স্টিরিওটাইপকে জোর ধাক্কা! সাহসী ফটোশ্যুটে আন্ডারআর্ম নিয়ে সৌন্দর্যের ধারণা ভাঙলেন মডেল

সব দেখেশুনে নেটিজেনদের মন্তব্য, যাক গে, কলকাতা লন্ডন না হোক, লন্ডন তো কলকাতায় পরিণত হল!

Click for more trending news


.