অসমের ঘটনা প্রসঙ্গে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
কলকাতা: অসমের নাগরিক তালিকার চূড়ান্ত খসড়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হল রাজ্য বিধানসভায়। পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রস্তাব পেশ করেন। বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলই এই প্রস্তাবকে সমর্থন করে।
প্রস্তাব পেশ করে পরষদীয় মন্ত্রী বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে তালিকার প্রতিবাদে আমাদের সরব হতে হবে। এনআরসি ভোট ব্যাঙ্ক রাজনীতির হাতিয়ার ছাড়া আর কিছুই নয়।
প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী গোটা বিষয়টিকে অমানবিক বলে ব্যাখ্যা করেন। প্রস্তাব পেশ হওয়ার সময় বিজেপির তিন জন বিধায়ক সভায় ছিলেন না।
অসমের ঘটনা প্রসঙ্গে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তালিকা প্রকাশ হতে না হতেই সোমবার নবান্ন থেকে প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি। তাঁর মনে হয়েছিল এরকম একটা তালিকা করে নিজের দেশেই মানুষকে উব্দাস্তু করে দেওয়া হল। এরপর দিল্লি গিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী। রাজধানীতে মঙ্গলবার তিনি বলেন, এই সিদ্ধান্তের জন্য দেশে গৃহযুদ্ধ বাধতে পারে। রক্তের বন্যাও বইতে পারে। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে তিনি জানতে এ রাজ্যে তেমন কিছু করার পরিকল্পনা কেন্দ্রের আছে কিনা। তিনি দাবি করেন তালিকাটাই ভুলে ভরা। আর তাই প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের নামও বাদ গিয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)