কলকাতা: পার্শ্বশিক্ষকদের বহুদিনের ক্ষোভ মেটাতে হাত উপুড় করে দিল পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ ঘোষণা করেন পার্শ্বশিক্ষকদের বেতনবৃদ্ধি কার্যকর হবে 2018 সালের 1'লা মার্চ থেকে। তৃণমূল কংগ্রেসের পার্শ্বশিক্ষকদের সংগঠনের সম্মেলনে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই নতুন বেতন বৃদ্ধির ফলে প্রাথমিকের 22,085 জন শিক্ষক ও শিক্ষিকা এবং উচ্চমাধ্যমিকের 26,585 জন শিক্ষক ও শিক্ষিকা লাভবান হবেন।
রাজ্যের শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের মাসিক বেতন 5954 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হল 10,000 টাকা এবং উচ্চমাধ্যমিকের পার্শ্বশিক্ষকদের মাসিক বেতন বৃদ্ধি পেয়ে হল 13,000 টাকা। 2018 সালের পয়লা মার্চ থেকে কার্যকর হবে এই নতুন বেতন।
মহিলা পার্শ্বশিক্ষকদের জন্য মাতৃত্বকালীন ছুটিও দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তাঁদের অবসর নেওয়ার বয়স করা হল 60 বছর। বেতনবৃদ্ধি ছাড়াও সরকারের সিদ্ধান্তের মধ্যে আছে এক লক্ষ টাকার অবসরকালীন ভাতাও।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই পার্শ্বশিক্ষকদের মধ্যে এনেছে খুশির ছোঁয়া।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)