This Article is From Jul 18, 2019

গ্রিন এনার্জি ফান্ড গঠনের উদ্যোগে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার: ক্যাগ রিপোর্ট

এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কর্পোরেশনের তরফে জানানো হয়েছে যে, গ্রিন এনার্জি ফান্ডটি তৈরি করতে নতুন করে প্রচেষ্টা শুরু করা হবে হবে।

Advertisement
Kolkata (with inputs from PTI)

গ্রিন এনার্জি ফান্ড গঠনের উদ্যোগে ব্যর্থ পশ্চিমবঙ্গ: ক্যাগ রিপোর্ট

কলকাতা:

পশ্চিমবঙ্গ সরকারের পুনর্নবীকরণযোগ্য শক্তি নীতির অধীনে গ্রিন এনার্জি ফান্ড (Green Energy Fund (GEF) তৈরি করতে ব্যর্থ হয়েছে রাজ্য (West Bengal),  ক্যাগের সাম্প্রতিক অডিট রিপোর্টে (CAG Report) মিলল এই তথ্য। জ্বালানি তহবিলের সৃষ্টি ও পরিচালনার দায়িত্বে থাকা রাজ্যের  নোডাল এজেন্সি, ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লুবিজিইডিসিএল), এই বিষয়ে কোন জোরদার উদ্যোগ নেয়নি, জানাল দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া(সিএজি)। "জিইএফ বা গ্রিন এনার্জি ফান্ডটিতে পশ্চিমবঙ্গ সরকার এবং আন্তর্জাতিক দাতাদের সংস্থার সমান সমান অবদানের মাধ্যমে এটি তৈরি করা হয়েছিল। তবে, এরপর দেখা যায় ডব্লুবিজিইডিসিএল এই তহবিল তৈরির জন্য কোনো উদ্যোগ নেয়নি", ২০১৭ সালের মার্চ মাসের ক্যাগ (CAG) অডিট রিপোর্টে প্রকাশিত হয়েছে এই তথ্য।

২১ জুলাইয়ের শহিদ দিবসে কি বিশেষ পরামর্শক প্রশান্ত কিশোর? নির্বাচনী কৌশল নিয়ে চুপ তৃণমূল

প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রের উদাহরণ তুলে ধরে  ক্যাগের তরফ থেকে জানানো হয়েছে যে,  ওই পশ্চিমী রাজ্যের তৈরি গ্রিন সেস ফান্ডটিতে ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে ২৩১৫ কোটি টাকা জমা হয়েছে। 

Advertisement

যৌন দৃশ্য কখনোই ছেলেদের নামে ছড়ায় না কেন? প্রশ্ন তুললেন রাধিকা আপ্তে

যদিও ক্যাগের এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কর্পোরেশনের তরফে এক আধিকারিক উত্তরে জানিয়েছেন যে,  সৌর নীতির খসড়া তৈরির প্রস্তুতি চলছে এবং গ্রিন এনার্জি ফান্ডটি তৈরি করতে নতুন করে প্রচেষ্টা শুরু করা হবে হবে।

Advertisement



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement