This Article is From Aug 28, 2018

চলতি অর্থ বর্ষে 18.5 লক্ষ টন মাছ উৎপাদন করতে চায় রাজ্য

এই অর্থ বর্ষে 18.5 লক্ষ টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বণিক সংগঠন আইসিসির অনুষ্ঠানে উপস্থিত হয় এমন কথাই বললেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রকান্ত সিনহা।

চলতি অর্থ বর্ষে 18.5 লক্ষ টন মাছ উৎপাদন করতে চায় রাজ্য

মৎস্যজীবীদের চিরাচরিত পদ্ধতির পাশাপাশি আধুনিক ভাবে মাছ চাষে উৎসাহ দিচ্ছে রাজ্য।

কলকাতা:

এই অর্থ বর্ষে 18.5 লক্ষ টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বণিক সংগঠন আইসিসির অনুষ্ঠানে উপস্থিত হয় এমন কথাই বললেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রকান্ত সিনহা। তিনি জানান উৎপাদন বাড়াতে পাঁচ বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তারই সুফল হিসেবে 2017-2018 সালে 17.4 লক্ষ টন মাছ উৎপাদিত হয়েছে। সেটাকেই আরও 1.7 লক্ষ টন বাড়ানোর লখ্যমাত্রা নেওয়া হয়েছে।

আর এ জন্য মৎস্যজীবীদের নানা ভাবে উৎসাহিতও করা হচ্ছে। মন্ত্রী মনে করেন এ রাজ্যের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অন্য রাজ্যে মাছ রপ্তানি করার ক্ষমতা ভারতের রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসএফডিসি’র এমডি সৌম্যজিৎ  দাস বলেন, কীভাবে আধুনিক কায়দায় মাছ চাষ করা যায় তার  রুপরেখা ঠিক করা হয়েছে। মৎস্যজীবীরা যাতে চিরাচরিত পদ্ধতির পাশাপাশি আধুনিক ভাবে মাছ চাষ  করেন সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে।            

.