বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে
কলকাতা: বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে ঠিক থাকে, সেখানে যে কোনও গোলমাল না হয়, তার দিকে লক্ষ রাখার জন্য সোমবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশ তথা রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান বানানোর কাজে ব্রতী হওয়ার জন্য পড়ুয়াদের উৎসাহ দেন। "ক্যাম্পাসের ভিতরে কী হচ্ছে না হচ্ছে, তা দেখার দায়িত্ব নিতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ক্লাস চলাকালীন এবং ক্লাস চলার পরেও এই দায়িত্ব যেন বহাল থাকে। তাতে বিশ্ববিদ্যালয়েরই ভালো", বলেন তিনি।
দেশের দীর্ঘতম রেল-রোড ব্রিজের নির্মাণ শেষ, আজ উদ্বোধন: ১০টি তথ্য
এই ব্যাপারে মন্তব্য করতে বলা হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, "আইন মেনে যা যা করা সম্ভব, তা আমরা করব"।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকদিন আগেই সন্ধে নামার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)