This Article is From Aug 30, 2018

রাজ্য প্রশাসনে রদবদল

আইএএস পর্যায়ে রদবদল। রাজ্য প্রশাসনের কয়েকটি স্তরে সামান্য রদবদল ঘটানো হল

রাজ্য প্রশাসনে রদবদল

বিজ্ঞপ্তি জারি করে বুধবার নবান্ন এ কথা  জানিয়েছে

কলকাতা:

আইএএস পর্যায়ে রদবদল। রাজ্য প্রশাসনের কয়েকটি স্তরে সামান্য রদবদল ঘটানো হল। বিজ্ঞপ্তি জারি করে বুধবার নবান্ন এ কথা জানিয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে  দেখা যাচ্ছে,  সেচ দপ্তরের অতিরিক্ত  মুখ্য সচিব নবীন প্রকাশ এখন থেকে কৃষি দপ্তরের সচিবের দায়িত্বও  পালন করবেন।

কৃষি দপ্তরের সচিব  নন্দিনী চক্রবর্তী এখন থেকে খাদ্য  প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন বিভাগের দায়িত্বে সামলাবেন।  কেএমডিএ-র সিইও অবনীন্দ্র সিং ভূমি সংক্রান্ত তথ্য এবং সমীক্ষা ( ডিএলআরএস) –র অধিকর্তা হচ্ছেন।

পাশাপাশি দক্ষিণ কলকাতার নির্বাচনী আধিকারিকের দায়িত্বও থাকছে তাঁর হাতেই।  এতদিন কেএমডিএ-এর পাশাপাশি রাজ্য স্তরে এনজিআরবিএ-এর অধিকর্তা ছিলেন অবনীন্দ্র। একই সঙ্গে দেখতেন এসপিএমজি-র অধিকর্তার পদও।  ডিএলআরএস–র অধিকর্তা সঞ্জয় বনশল হচ্ছেন  কেএমডিএ-র সিইও।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.