This Article is From Sep 20, 2018

'বিশ্ব বিশ্ববিদ্যালয়' ক্রীড়া দিবসে' কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ?

বিশ্ব বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবসে নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।

'বিশ্ব বিশ্ববিদ্যালয়' ক্রীড়া দিবসে' কী বার্তা  দিলেন মুখ্যমন্ত্রী ?

বিশ্ববিদ্যালয় স্তরে খেলাধুলোকে উৎসাহিত করতে এইও দিনটি পালন করে রাষ্ট্রসঙ্ঘ।

হাইলাইটস

  • বিশ্ব বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবসে বার্তা মুখ্যমন্ত্রী
  • তাঁর সরকার সবসময় তরুণ তরুণীদের খেলাধুলো করতে উৎসাহ দেয়
  • বিশ্ববিদ্যালয় স্তরে খেলাধুলোকে উৎসাহিত করতে দিনটি পালন করা হয়
কলকাতা:

বিশ্ব বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবসে নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তাঁর সরকার সবসময় তরুণ তরুণীদের খেলাধুলো করতে উৎসাহ দেয়। আর  তাই রাজ্য সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।

জঙ্গলমহল কাপ,  তড়াই ডুয়ার্স কাপের আয়োজন করে থাকে।  বিশ্ববিদ্যালয় স্তরে খেলাধুলোকে উৎসাহিত করতে এই দিনটি পালন করে রাষ্ট্রসঙ্ঘ। এদিকে, এখন ইউরো সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। জার্মানি এবং ইতালি সফরে গিয়ে এ রাজ্যে লগ্নি আনতে চাইছেন তিনি। এর আগে  লন্ডন থেকে শুরু  করে সিঙ্গাপুরেও গিয়েছেন তিনি।

শুধু তাই নয় প্রতি বছর এ রাজ্যে বড় আকারের শিল্প সম্মেলনও আয়োজন করে রাজ্য। সেখানে আসেন বহু দেশের প্রতিনিধি। তাঁদের সামনে রাজ্যের বাস্তব চিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন তথ্য পরিসংখ্যান দেখিয়ে শিল্পপতিদের রাজ্যে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।                            

.