This Article is From Sep 29, 2018

শিশুসাথী প্রকল্পের সাহায্যে রাজ্যে শিশুদের হৃদরোগের চিকিৎসা চলছে, জানালেন মমতা

শিশুসাথী প্রকল্পের সাহায্যে রাজ্যে শিশুদের হৃদরোগের চিকিৎসা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Kolkata

সময়ের সঙ্গে সঙ্গে হৃদরোগ ক্রমশ বড় আকার ধারন করছে।

Highlights

  • হৃদয় ভাল না থাকলে সুস্থ শরীরের অধিকারী হওয়া যায় না, বললেন মুখ্যমন্ত্রী
  • 2013 সাল থেকে পথ চলা শুরু করেছে শিশু সাথী প্রকল্প
  • 1999 সাল থেকে প্রতি বছর 29 সেপ্টেম্বর পালিত হয় ওয়ার্ল্ড হার্ট ডে
কলকাতা:

শিশুসাথী প্রকল্পের সাহায্যে রাজ্যে শিশুদের হৃদরোগের চিকিৎসা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষ্যে শনিবার তিনি জানান, ‘আজ বিশ্ব হৃদয় দিবস। হৃদয় ভাল না থাকলে  সুস্থ শরীরের অধিকারী হওয়া যায় না। আপনারা জানলে খুশি হবেন, শিশুসাথী প্রকল্পের অধীনে রাজ্যে শিশুদের হৃদয় ঘটিত শারীরিক সমস্যার চিকিৎসা করা  হয়। 2013 সাল থেকে পথ চলা  শুরুর করেছে  এই প্রকল্পটি। অন্যদিকে 1999 সাল  থেকে  প্রতি বছর  29 সেপ্টেম্বর পালিত হয় ওয়ার্ল্ড হার্ট ডে। ক্ষমতায় এসে স্বাস্থ্য ক্ষেত্রে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। চালু হয়েছে বেশ কয়েকটি প্রকল্প।

সময়ের সঙ্গে সঙ্গে হৃদরোগ ক্রমশ বড় আকার ধারন করছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ ধরনের রোগ শরীরে প্রবেশের ক্ষেত্রে বয়সও এখন আর কোনও  বিষয় নয়। চিকিৎসকরা বলেন, অনিয়মিত জীবন যাপন এই রোগের অন্যতম বড় কারণ। আর তাই যাতে  সবাই হৃদয়কে ভাল রাখে তার জন্যই ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয়ে থাকে। এদিনও সেটাই হল। আলোচনা সভা থেকে শুরু করে বিশেষ কর্মশালার আয়োজন হয়েছিল বিভিন্ন জায়গায়।    

Advertisement