This Article is From Mar 17, 2020

করোনা নিয়ে উদ্বেগ, রাজ্যের পদক্ষেপ জানতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

তিনি জানান, তিনি নিশ্চিত যে স্বাস্থ্য দফতর প্রয়োজনীয় সব পদক্ষেপ করেছে এরই মধ্যে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও এগিয়ে আসার আহ্বান জান‌ান তিনি।

করোনা নিয়ে উদ্বেগ, রাজ্যের পদক্ষেপ জানতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যপাল।

করোনা (Coronavirus) সংক্রমণ রুখতে রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে তা জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মঙ্গলবার চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep 
Dhankhar)। পরে টুইট করে তিনি সকলকে সরকারি নির্দেশ মেনে চলার আর্জি জান‌ান। তিনি লেখেন, ‘‘আমাকে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে নেওয়া পদক্ষেপগুলি সম্পর্কে জানাতে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছি। পাশাপাশি জনগণের কাছেও আর্জি জানাচ্ছি নির্দেশিকা মেনে চলতে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে।'' রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে পাঠানো তাঁর চিঠিটির ছবিও টুইট করেছেন। তিনি সেই চিঠিতে অতিমারীর বিরুদ্ধে লড়তে সকলকে একজোট হওয়ার হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, করোনার অতিমারী রুখতে বেশ কিছু পদক্ষেপ এরই মধ্যে করা হয়েছে। এরপর বর্তমান পরিস্থিতি কী সে ব্যাপারে দ্রুত জানানোর আর্জি জানিয়েছেন রাজ্যপাল।

তিনি আরও লেখেন, তিনি নিশ্চিত যে স্বাস্থ্য দফতর প্রয়োজনীয় সব পদক্ষেপ করেছে এরই মধ্যে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও এগিয়ে আসার আহ্বান জান‌িয়েছেন তিনি।

গত বছরের জুলাইতে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের নানা কারণে সংঘাত বেঁধেছে।

সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, করোনা-মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল গড়া হচ্ছে। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমস্ত, সিনেমা হল, স্টেডিয়াম, প্রেক্ষাগৃহ ৩১ মার্চ পর্যন্ত রাখা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখলেও পরে তা বাড়িয়ে তিনি ১৫ এপ্রিল করে দেন।

যাঁরা সতর্কতামূলক ব্যবস্থাকে মেনে চলবেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ১৮৯৭ সালের মহামারী আইন মেনে চলবে রাজ্য। 
 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.