করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে সারা পৃথিবীতে। (প্রতীকী)
করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্কের ছায়া এবার নবান্নেও! রাজ্যের বেশ কয়েকজন সিনিয়র সরকারি আধিকারিক নিজেদের বাড়িতে কোয়ারান্টাইন থাকবেন। এঁদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও (Alapan Bandyopadhyay)। কলকাতার করোনা আক্রান্ত যুবকের মা নবান্নের আধিকারিক। ওই আধিকারিকরা তাঁর সংস্পর্শে এসেছিলেন বলেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্রানুসারে বুধবার একথা জানা গিয়েছে। সোমবার ওই মহিলা আধিকারিক স্বরাষ্ট্র দফতরে এসেছিলেন। তাঁর ছেলের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই আধিকারিকদের নবান্নে আসতে নিষেধ করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে সূত্র।
আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও কয়েক জন আধিকারিক এবং কয়েক জন গ্রুপ ডি-কর্মীকে আইসোলেশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
রাজ্য সরকারের এক সিনিয়র আধিকারিক জানাচ্ছেন, ‘‘এটা করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। এবং যাঁরাই ওই মহিলার সংস্পর্শে এসেছেন তাঁদেরই নিজেদের বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।''
করোনা আখ্রান্ত ১৮ বছরের ওই তরুণ ইংল্যান্ড থেকে ফিরেছেন রবিবার। মঙ্গলবার তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। রাজ্যে এটিই প্রথম করোনা আক্রান্ত হওয়ার ঘটনা। ওই তরুণ উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)