This Article is From Sep 03, 2019

WB Police Warder Exam 2019: অ্যাডমিট কার্ড মিলছে অনলাইনে

রাজ্য পুলিশ ওয়ার্ডার বিভাগে (ডাব্লুবিপিআরবি) পুরুষ/ মহিলা ওয়ার্ডার পদে নিয়োগের পরীক্ষা নির্ধারিত হয়েছে। অ্যাডমিট কার্ড (Admit Card) পাওয়া যাচ্ছে অনলাইনে।

WB Police Warder Exam 2019: অ্যাডমিট কার্ড মিলছে অনলাইনে

WB Police Warder Exam 2019: অনলাইনে অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে

দিল্লি:

রাজ্য পুলিশ ওয়ার্ডার বিভাগে (ডাব্লুবিপিআরবি) পুরুষ/ মহিলা ওয়ার্ডার পদে নিয়োগের পরীক্ষা নির্ধারিত হয়েছে। অ্যাডমিট কার্ড (Admit Card) পাওয়া যাচ্ছে অনলাইনে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডব্লিউবিপিআরবি (WB Police Warder Exam 2019) প্রার্থী নিয়োগের কথা ঘোষণা করেছিল। মোট ৮১৬ টি শূন্যপদের মধ্যে ৬৯৫টি পদ পুরুষ প্রার্থীর জন্য এবং ১২১ টি পদ মহিলা প্রার্থীর জন্য নির্দিষ্ট। লিখিত পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। সময়সীমা এক ঘন্টা। প্রার্থীরা তাঁদের আবেদনপত্রের আইডি এবং জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Calcutta University: প্রকাশিত BA/BSC সেমেস্টারের  ফলাফল

রাজ্য পুলিশ ওয়ার্ডার নিয়োগ ২০১৯: কীভাবে ডাউনলোড করবেন?

প্রথম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইটে যান: http://wbpolice.gov.in

দ্বিতীয় ধাপ: নিয়োগের ট্যাবে ক্লিক করুন এবং তারপরে ওয়ার্ডার নিয়োগের জন্য সর্বশেষতম লিঙ্কে ক্লিক করুন।

তৃতীয় ধাপ: ডাউনলোড অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করুন।

চতুর্থ ধাপ: প্রযোজনীয় তথ্য দিন।

পঞ্চম ধাপ: অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।

WB Police Warder Recruitment 2019: Admit Card Link

৫ বছর পর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি বাড়াল সিবিএসই, জেনে নিন বর্ধিত ফি

আরও খবর জানতে ক্লিক করুন এখানে Jobs News

.