মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হাইলাইটস
- রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হবে অনুষ্ঠান
- উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে
- জন্মদিন পালনের জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু পরিকল্পনা করেছে
কলকাতা: মহত্মা গান্ধির দেড়শো তম জন্মদিন (Gandhiji's 150th birth anniversary) পালন করবে রাজ্য সরকার। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হবে অনুষ্ঠান। মন্ত্রীগোষ্ঠির বৈঠকের পর নবান্নে একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সকালে রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্যদের সঙ্গে রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীর বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
এ ব্যাপারে পার্থ বলেন, গান্ধিজি দেড়শো তম জন্মদিন পালনের (Gandhiji's 150th birth anniversary) জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু পরিকল্পনা করেছে। আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলি তাতে অংশ গ্রহণ করবে। ক্ষমতায় এসেই গান্ধিজির দেড়শো তম জন্মদিবসকে সামনে রেখে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আরও নানা ধরনের পরিকল্পনা করে মোদী সরকার।
মাস কয়েক আগে দেশের সমস্ত অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেড়শো তম জন্মদিনকে বিশেষ ভাবে পালনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। এবার নিজেদের সিদ্ধান্ত জানাল রাজ্য প্রশাসন। সূত্রের খবর রাজভবনের ওই বৈঠকে অনুষ্ঠান পালন সম্পর্কে কিছু প্রারম্ভি ক সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)