This Article is From May 27, 2019

HS Result 2019: প্রথম ১০’এ ১৩৭ কৃতী! উচ্চমাধ্যমিকে জোড়া প্রথম জেলার শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন

সম্ভাব্য প্রথম হয়েছেন দুই কৃতী। বীরভূমের শোভন মন্ডল, প্রাপ্ত নম্বর ৪৯৮ (৯৯.৬%) ও কোচবিহার জেনকিন্স স্কুলের রাজর্ষি বর্মন। দুজনেই বিজ্ঞান বিভাগের ছাত্র।

HS Result 2019: প্রথম ১০’এ ১৩৭ কৃতী! উচ্চমাধ্যমিকে জোড়া প্রথম জেলার শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
কলকাতা:

সংসদের ইতিহাসে এমন নজির প্রথম! সেরা ১০- কৃতীর নাম জানতে অপেক্ষা করেন সকলেই, এবার সেই সেরা দশের তালিকায় ১৩৭ জন কৃতী রয়েছেন। এবার উচ্চমাধ্যমিক (Class 12 Examination 2019) পরীক্ষা দিয়েছিলেন ৭.৭৭.২৬৬ জন পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে জেলাই নজর কেড়েছে রাজ্যের।

সম্ভাব্য প্রথম হয়েছেন দুই কৃতী। বীরভূমের শোভন মন্ডল, প্রাপ্ত নম্বর ৪৯৮ (৯৯.৬%) ও কোচবিহার জেনকিন্স স্কুলের রাজর্ষি বর্মন। দুজনেই বিজ্ঞান বিভাগের ছাত্র। সম্ভাব্য দ্বিতীয় স্থানে রয়েছেন বিজ্ঞান বিভাগেরই সংযুক্তা বসু, তিনি বিধাননগর গভমেন্ট হাইস্কুলের ছাত্রী, পেয়েছেন ৪৯৬ নম্বর (৯৯.২%)। দ্বিতীয় স্থানে আছেন পূর্ব মেদিনীপুরের তন্ময় মাইকাপ, দিনহাটার স্বর্ণদীপ সাহা, কৃষ্ণনগরের ঋতম নাথ, সুন্দরবনের মহম্মদ মাসুম আখতার, ও জেনকিন্স স্কুলেরই অনাতাপ মিত্র।

সম্ভাব্য তৃতীয়, হুগলির নবগ্রামের বর্ণালী ঘোষ ৪৯৪, পূর্ব বর্ধমান জেলার সুক্রিয় চক্রবর্তী, গোবরডাঙার মৃণ্ময় মণ্ডল, ও হুগলির মাহেশের সুপ্রিয় শীল। চতুর্থ স্থানে রাকেশ দে, কলা বিভাগে ৪৯২ পেয়েছেন তিনি। বাণিজ্য বিভাগ্যে জোড়া সেরা ৪৮৬ নম্বর পেয়ে জ্ঞানভারতী স্কুল কলকাতার কমল শা। ন্যাশনাল হাইস্কুল কলকাতার কোমল সিংও বাণিজ্যে সেরা।

এবছর স্কুল জীবনের এই শেষ বড় পরীক্ষার মোট পাসের হার ৮৬.২৯%। গতবারের পাসের হার ছিল ৮৩.৭৫%। ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ৬.২৬% বেশি ছিল। যদিও ছাত্রদের পাশের হার  ৮৭.৪৪ %, ছাত্রীদের পাশের হার ৮৫.৩০%।  পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং জেলায় পাসের হার ৯০% এর বেশি।

.