This Article is From Aug 12, 2020

শুরু রাজ্য জয়েন্টের অনলাইন কাউন্সেলিং, দেখে নিন রেজিস্ট্রেশনে কী নথি দরকার

wbjeeb.nic.in-এ লগইন আইডি ব্যবহার করে আবেদন করতে হবে। ইউজি কোর্সে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার বিভাগে সরকারি ও বেসরকারি কলেজে আবেদন করা যাবে

শুরু রাজ্য জয়েন্টের অনলাইন কাউন্সেলিং, দেখে নিন রেজিস্ট্রেশনে কী নথি দরকার

ফাইল ছবি।

কলকাতা:

আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গ জয়েন্টের কাউন্সেলিং (WBJEE Counselling)। রেজিস্ট্রশন করাতে কী কী নথি প্রয়োজন এখানে দেখে নিন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পর্ষদ ১২ অগাস্ট অর্থাৎ আজ থেকে অনলাইন কাউন্সেলিং শুরু করল। যাঁরা জয়েন্টে সফল তাঁরা পর্ষদের কাউন্সেলিং পেজে গিয়ে আবেদন করতে পারবেন। পর্ষদের ওয়েবসাইট wbjeeb.nic.in-এ লগইন আইডি ব্যবহার করে আবেদন করতে হবে। ইউজি কোর্সে ইঞ্জিনিয়ারিং (Engineering and Pharmacy), টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার বিভাগে সরকারি ও বেসরকারি কলেজে আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রযোজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা-২০২০'র মার্কশিট। দেখুন কী কী লাগবে:

বয়স বিচারে দশম শ্রেণির অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র।

দশম শ্রেণির রেজাল্ট

দ্বাদশ শ্রেণির রেজাল্ট

ডোমিসাইল শংসাপত্র (রাজ্যের ডোমিসাইল প্রার্থীদের জন্য)

ক্যাটগরি শংসাপত্র (যদি থাকে)

পশ্চিমবঙ্গ জয়েন্ট কাউন্সেলিং ২০২০: প্রয়োজনীয় নথি পূরণ করে প্রার্থীরা পছন্দসই শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করতে পারবেন। এই সংক্রান্ত যে কোনও সহায়তার জন্য টোল ফ্রি নম্বর: ১৮০০৩৪৫০০৫০ এবং ১৮০০১০২৩৭৮১-এ যোগাযোগ করতে পারেন।

.