২০১৯ সালের জয়েন্ট এন্ট্রান্সের ফর্ম দেওয়া হবে যে ওয়েবসাইটের মাধ্যমে, তা হল- wbjeeb.nic.in.
নিউ দিল্লি: ২০১৯ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশনের জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের অনলাইন মাধ্যমটি খুলে দিল। নাম রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২২ জানুয়ারি, ২০১৯। গোটা রাজ্যের বিভিন্ন কেন্দ্রতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০১৯ সালের ২৬ মে। wbjeeb.nic.in -এই পোর্টালের মাধ্যমে অনলাইন ফর্মগুলো গ্রহণ করা হবে।
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ২০১৯ঃ গুরুত্বপূর্ণ তারিখগুলি-
অনলাইনে আবেদন করার সময়সীমেঃ ২০১৮ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২২ জানুয়ারি।
অনলাইনে সংশোধন এবং সংশোধিত অনুমোদিত পত্রঃ ২০১৯ সালের ২৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ২৫ জানুয়ারি।
অ্যাডমিট কার্ড ডাউনলোডঃ ১৪ মে, ২০১৯ (সম্ভাব্য)
পরীক্ষার দিনঃ ২৬ মে, ২০১৯ (সম্ভাব্য)
ফল প্রকাশের দিনঃ ২ জুলাই, ২০১৯ (সম্ভাব্য)
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ২০১৩ঃ কীভাবে আবেদন করতে হবে-
প্রথম ধাপঃ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইটে যেতে হবে।
দ্বিতীয় ধাপঃ '২০১৯ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাপ্লিকেশন' লেখায় ক্লিক করতে হবে। যা হোমপেজের ডানদিকে রয়েছে।
তৃতীয় ধাপঃ পরের পাতায় গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে।
চতুর্থ ধাপঃ পরের পাতায় গিয়ে প্রয়োজনীয় সমস্ত নির্দেশ অনুযায়ী ফর্মটি পূরণ করতে হবে।