প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিশ মহিলা কনস্টেবল পরীক্ষা ২০১৮-র ফল।
কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের পক্ষ থেকে শুক্রবার পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনস্টেবল পদের পরীক্ষা ২০১৮-র ফল প্রকাশ করা হল। যে যে পরীক্ষাপ্রার্থীরা চূড়ান্ত পর্বের পরীক্ষায় বসেছিলেন, তাঁরা বোর্ডের সরকারি ওয়েবসাইট থেকে নিজেদের পরীক্ষার ফল জানতে পারবেন। ফল জানার জন্য প্রার্থীদের নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ সব দিতে হবে ঠিকভাবে।
কীভাবে পরীক্ষার ফল দেখা যাবে, তা জেনে নিনঃ
প্রথম ধাপঃ প্রথমেই খুলতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের ওয়েবসাইট- https://wbprb.applythrunet.co.in/
দ্বিতীয় ধাপঃ পশ্চিমবঙ্গ পুলিশ ২০১৮ মহিলা কনস্টেবল পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপঃ ঠিকভাবে বসাতে হবে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ।
চতুর্থ ধাপঃ সাবমিট করার পর দেখা যাবে রেজাল্ট।
ফলাফল জানার জন্য প্রার্থীদের জরুরি তথ্যগুলি ঠিকভাবে বসাতে হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ পুলিশের পুরুষ কনস্টেবল পদে ৮৪১৯ জন লোক নিয়োগ করা হবে। এই পরীক্ষায় বসার জন্য আবেদন করার প্রক্রিয়া শেষ হবে ২০১৯ সালের ৫ মার্চ।