This Article is From Jun 03, 2018

2018 সালের জেক্সপো এবং ভোকলেট পরীক্ষার ফল ঘোষণা করা হল

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিকাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন 2018 সালের জেক্সপো এবং ভোকলেট পরীক্ষার ফল ঘোষণা করল।

2018 সালের জেক্সপো এবং ভোকলেট পরীক্ষার ফল ঘোষণা করা হল

2018 সালের জেক্সপো এবং ভোকলেট পরীক্ষার ফল ঘোষণা করা হল

নিউ দিল্লী: ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিকাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন 2018 সালের জেক্সপো এবং ভোকলেট পরীক্ষার ফল ঘোষণা করল। এই দুটি পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্সে পলিটেকনিক  ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ভর্তির জন্য নেওয়া হয়। 

নিচের ওয়েবসাইটগুলো থেকে রেজাল্ট জানতে পারা যাবে।
http://www.webscte.co.in
http://www.exametc.com
http://www.indiaresults.com
http://www.examresults.net

এছাড়া, পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও জানতে পারবে রেজাল্ট। এসএমএসে রেজাল্ট জানতে গেলে, জেক্সপোর জন্য:  "JEXPO<space>Enrolment No." লিখে তারপর এসএমএস পাঠাতে হবে 56070 নম্বরে।
এবং,
ভোকলেটের জন্য:
"VOCLET<space>Enrolment No" লিখে তারপর এসএমএস পাঠাতে হবে 56070 নম্বরে।

এই ফল জানতে পারা যাবে মোবাইলের অ্যাপের সাহায্যেও। গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ "WBSCTE result 2018" ডাউনলোড করে নিলেই সেখান থেকে নিজের নিজের রেজাল্ট জানতে পারা যাবে।

পাঁচটি সরকারি পলিটেকনিক  কলেজে প্রি-কাউন্সেলিং এর আয়োজন করবে সরকার। এই পাঁচটি কলেজ হল

দ্য ক্যালকাটা টেকনিক স্কুল- 5 জুন, 2018

শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক- 6 জুন, 2018

এইচ বি ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যান্ড মাইনিং, রানিগঞ্জ- 7 জুন, 2018

মেঘনাদ সাহা ইন্সটিটিউট অব টেকনোলজি, হলদিয়া- 11জুন, 2018

 মালদহ পলিটেকনিক- 12 জুন, 2018
.