Read in English
This Article is From Nov 03, 2018

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টনে 81 টি পদে নিয়োগ, সত্ত্বর আবেদন করুন

আগ্রহী প্রার্থীরা 26 নভেম্বর, 2018 সালের মধ্যে সর্বশেষ আবেদন করতে পারবেন। প্রার্থীরা তাদের আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইট wbsedcl.in এ জমা দিতে পারেন।

Advertisement
জবস

81 টি পদে WBSEDCL 2018 এর নিয়োগ

নিউ দিল্লি :

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড (ডব্লিউবিএসইডিসিএল) জুনিয়র এক্সিকিউটিভ (ফাইন্যান্স), সহকারী ম্যানেজার (এইচআর অ্যান্ড এ এবং এফ অ্যান্ড এ) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ডব্লিউবিএসইডিসিএলের মোট 81 টি পদ বিজ্ঞাপিত হয়েছে। নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামীকাল শুরু হবে এবং আগ্রহী প্রার্থীরা 26 নভেম্বর, 2018 সালের মধ্যে সর্বশেষ আবেদন করতে পারবেন। প্রার্থীরা তাদের আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইট wbsedcl.in এ জমা দিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী সংস্থা জানিয়েছে 'ওপেন স্কুল/ইউনিভার্সিটির বা ডিসট্যান্স লার্নিং মোড (যথাযথভাবে ইউজিসি/এআইসিটিই/এনআইওএস দ্বারা স্বীকৃত) দ্বারা প্রাপ্ত ডিগ্রি/ডিপ্লোমা/ সার্টিফিকেট অনুমোদিত।'

18 থেকে 27 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পারসোনেল ম্যানেজমেন্ট বা এইচআরে এমবিএ (2 বছর কোর্স)/এমপিএম (2 বছর কোর্স)/ এমএইচআরএম (2 বছর কোর্স) সহ স্নাতক অথবা পারসোনেল ম্যানেজমেন্ট বা এইচআরে স্নাতকোত্তর ডিগ্রি/ ডিপ্লোমা (2 বছর কোর্স) করা প্রার্থীরা আবেদন করার যোগ্য।

Advertisement

সহকারী ব্যবস্থাপক (এফএন্ডএ) পদের জন্য, স্নাতকরা যারা ভারতের চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইন্সটিটিউট বা ভারতের ইন্সটিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্ট-এর চূড়ান্ত পরীক্ষায় পাস করেছেন বা এমবিএ (2 বছর কোর্স)  তারা আবেদন করতে পারবেন।

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশাপাশি ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইনস্টিটিউট / ইন্সটিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস কর্তৃক পরিচালিত ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ বা ফাইন্যান্স ও অ্যাকাউন্টসের পি.জি. ডিপ্লোমা প্রার্থীরা জুনিয়র এক্সিকিউটিভ (ফাইন্যান্স) এর জন্য আবেদন করতে পারেন।

Advertisement

 

কর্মখালি বিবরণ

Advertisement

 

অ্যাসিস্টেন্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড এ): 20 টি পদ

Advertisement

অ্যাসিস্টেন্ট ম্যানেজার (এফ অ্যান্ড এ): 27 টি পদ

জুনিয়র এক্সিকিউটিভ (ফাইন্যান্স): 34 টি পদ

Advertisement

 

Advertisement