This Article is From Feb 17, 2020

WBSU UG Result 2019: প্রকাশিত ফলাফল, জেনে নিন কীভাবে দেখবেন

WBSU Result 2019: বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ওই ফলাফল পাওয়া যাবে ‘রেজাল্টস' ট্যাবে।

WBSU UG Result 2019: প্রকাশিত ফলাফল, জেনে নিন কীভাবে দেখবেন

WBSU result 2019: প্রথম ও তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ করেছে ডবলিউএসইউ।

নয়াদিল্লি:

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তথা ডবলিউএসইউ সিবিসিএস (WBSU) পরীক্ষার ফল ঘোষণা করল আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ওই ফলাফল পাওয়া যাবে ‘রেজাল্টস' ট্যাবে। যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তারা নিজেদের রেজিস্ট্রেশন নম্বরের সাহায্যে নিজেদের ফল দেখে নিতে পারবে। প্রথম ও তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ করেছে ডবলিউএসইউ।

কী করে জানবেন ফলাফল​?

প্রথম ধাপ: ডবলিউএসইউ-এর ওয়েবসাইটে যান। লিঙ্ক— https://www.wbsuexams.net/

দ্বিতীয় ধাপ: ‘রেজাল্টস' ট্যাবে ক্লিক করুন।

তৃতীয় ধাপ: যে পরীক্ষার ফলাফল জানতে চান তাতে ক্লিক করুন।

চতুর্থ ধাপ: নিজের রেজিস্ট্রেশন নম্বর ও রেজাল্টের পাতায় দেওয়া সিকিউরিটি কোড লিখুন।

পঞ্চম ধাপ: এবার সাবমিট করে ফলাফল দেখে নিন।

WBSU UG Sem I Result 2019: Direct Link

WBSU UG Sem III Result 2019: Direct Link

২০০৭ সালে স্থাপিত এই বিশ্ববিদ্যা‌লয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে পঠনপাঠন শুরু হয়। উত্তর ২৪ পরগনার ৫৫টি কলেজ, যেগুলি এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল, তা যুক্ত হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে।

.