This Article is From Dec 11, 2019

‘আমরা গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছি’’: ডেরেক ও’ব্রায়েন

তিনি অ্যাডলফ হিটলারের সময়ের জার্মানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতের তুলনা করেন তাঁর ভাষণে।

রাজ্যসভায় নাগরিকত্ব বিল নিয়ে বক্তব্য রাখার সময় কেন্দ্রকে আক্রমণ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের।

প্রতিবাদ, বিক্ষোভের মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (AMit Shah) নাগরিকত্ব (সংশোধনী) বিল (CAB) বুধবার পেশ করলেন রাজ্যসভায় (Rajya Sabha)। এদিন রাজ্যসভায় বক্তব্য রাখার সময় তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেন, ‘‘আমরা গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছি।'' তিনি অ্যাডলফ হিটলারের সময়ের জার্মানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতের তুলনা করেন তাঁর ভাষণে। তিনি বলেন, ‘‘ভারত গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে। অনুমতি দিন আমাকে এবিষয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরার জন্য।'' এরপর তিনি বেশ কয়েকটি দিক তুলে ধরে দাবি করেন ভারত কী ভাবে একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে।  তিনি বলেন, ‘‘জার্মানিতে ছিল কনসেনট্রেশন ক্যাম্প। আমরাও ক্যাম্প বানাচ্ছি, যেখানে মানুষ বন্দির মতো বাঁচবে।''

এছাড়াও  তিনি বলেন, ‘‘জার্মানির অ্যাডলফ হিটলার বলত জার্মান রক্তের কথা। ভারতে আমরা পাচ্ছি জাতীয়তাবাদের ধারণা। জার্মানিতে ছিল ইহুদি নিপীড়ন। ভারতে আমরা দেশব্যাপী এনআরসি পেতে চলেছি। জার্মানিতে প্রোপাগন্ডা ছিল। আর ভারতে সংবাদমাধ্যমকে কাজ করতে হচ্ছে ভয়ের মধ্যে। প্রচার করতে হচ্ছে সরকারি অ্যাজেন্ডা।'' তিনি বলেন, ‘‘এই সরকার কাজ করছে তিনটি বিষয়ে— ঝুট, ঝানসা ও জুমলা।'' 

Parliament Live Updates:রাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশ করলেন অমিত শাহ

গত সোমবার লোকসভায় বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও পাস হয় এই বিল। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠ। তাই ৩১১-৮০ ভোটে বিলটি পাস হয়ে গিয়েছিল। কিন্তু রাজ্যসভায় তাদের আসনসংখ্যা অত বেশি নয়। বর্তমানে রাজ্যসভার আসন সংখ্যা ২৪০। সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক হল ১২১। এনডিএ, যার মধ্যে এআইডিএমকে, জেডিইউ ও অকালি দলও রয়েছে, তাদের সদস্য ১১৬। অন্য দিক থেকে ১৪টি আরও সমর্থন নিয়ে তারা ১৩০ হতে পারে।

"মুসলিমদের দুশ্চিন্তার কারণ নেই": নাগরিকত্ব বিল প্রসঙ্গে রাজ্যসভায় অমিত শাহ

রাজ্যসভায় এই বিলটি পেশ করার আগে বুধবার সকালেই সংসদের গ্রন্থাগার ভবনে নিজেদের রণনীতি ঠিক করতে সংসদীয় বৈঠকে বসে বিজেপি। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, তথ্যপ্রযুক্তি ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানী সহ প্রায় সব শীর্ষস্থানীয় বিজেপি নেতারাই।

বৈঠকে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধীদের আচরণে উষ্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, বুধবার বিজেপির বৈঠকে তিনি বলেন, কিছু দল নাগরিকত্ব সংশোধনী বিলটির বিষয়ে পাকিস্তানের মতো একই ভাষায় কথা বলছে। 

.