This Article is From Jun 17, 2020

অভিনব কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি: আরবাজ খান

সেই পোস্টে তাঁর কেরিয়ার নষ্ট করার জন্য সরাসরি সলমন খান, আরবাজ খান, সোহেল খান আর সেলিম খানকে কাঠগড়ায় তোলেন

অভিনব কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি: আরবাজ খান

আমাদের পেশাদার মানসিকতা থেকে আলাদা হয়েছি। (সৌজন্য: arbaazkhanofficial)

হাইলাইটস

  • অভিনব কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি: আরবাজ খান
  • ২০১৩ সালের পর থেকে ওর সঙ্গে কোনও কথাই হয়নি: আরবাজ খান
  • এখন কেন এইসব অভিযোগ করছে জানি না: আরবাজ খান
মুম্বই:

অভিনব কাশ্যপের বিরুদ্ধে আইনি পথে (Abhinav Kashyap) হাঁটার ইঙ্গিত দিলেন পরিচালক-অভিনেতা আরবাজ খান। দাবাং খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ সুশান্তের মৃত্যুর পর সলমন খান ও তাঁর পরিবারকে কাঠগড়ায় তুলে একটা ফেসবুক পোস্ট করেন। সেই পোস্টে তাঁর কেরিয়ার নষ্ট করার জন্য সরাসরি সলমন খান, আরবাজ খান, সোহেল খান আর সেলিম খানকে কাঠগড়ায় তোলেন। দাবাং-২'র পরিচালনা থেকে সরে আসার জন্য তাঁর বেশরম ছবির বিরুদ্ধে প্রচার শুরু করেন সলমন খান ও তাঁর ভাইয়েরা। এই অভিযোগের বিরোধিতা করে আরবাজ খান (Arbaaz Khan) বলেন, "আমরা জানি না এই ধরনের অভিযোগ কোথা থেকে আসছে। দাবাং-২'র (Dabaang-2) সময় থেকে ওর সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমরা ঠিক করেছি ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। এর আগেও একবার নিয়েছিলাম।"  বুধবার হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান আরবাজ খান।

 সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন সেলিম খান, তিনি বলেছেন,''হ্যাঁ, আমরাই তো সব খারাপ করেছি। তবে এর সঙ্গে আমার বাবা, দাদুর নামটাও দেওয়া উচিত ছিল।''

পড়ুন অভিনব কাশ্যপের টুইট: 

সেলিম খান অভিনব কাশ্যপের অভিযোগের পর বোম্বে টাইমসে ইন্টারভিউ দেন আর বলেন, '' আজ্ঞে হ্যাঁ, আমরাই সব খারাপ করেছি। আগে আপনি গিয়ে ওনার সিনেমা গুলি দেখুন, তারপর আমরা কথা বলব। উনি নিজের বক্তব্যে আমরা নামও তুলেছেন, আমার মনে হয় উনি বোধহয় আমার বাবার নাম জানেন না। ওনার নাম ছিল রশিদ খান।ওনার আমার বাবা ও ঠাকুরদার নামও উল্লেখ করা উচিত ছিল। উনি যা করতে চাইছেন করতে দিন। আমি ওনার কথার উত্তর দিয়ে নিজের সময় নষ্ট করতে চাইনা।''

প্রসঙ্গত, তিনি জানিয়েছিলেন, অষ্টবিনায়ক ফিল্মসের তাঁর একটি প্রজেক্ট নাকি আরবাজ খান নষ্ট করে দিয়েছেন।

.