মমতা বলেছিলেন, তিনি যেতে চাইলেও 'অশুভ চক্রান্ত'-এর জন্য যেতে পারছেন না শিকাগোতে।
নিউ দিল্লি: শিকাগোর বিশ্ব হিন্দু সম্মেলনে তাঁকে না যেতে দেওয়ার নেপথ্যে রয়েছে কোনও 'অশুভ চক্রান্ত', এমনটাই বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কেন্দ্রের বৈদেশিক বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে তাঁর ওই মন্তব্যকে নস্যাৎ করে দিয়ে বলা হয়েছে, এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
সংশ্লিষ্ট মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন তাঁর শিকাগো সফর নিয়ে কোনওরকম অনুরোধ আসেনি সরকারের কাছে। "সংশ্লিষ্ট অনুষ্ঠানটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর করা নিয়ে ছাড়পত্রের জন্য কোনওরকম অনুরোধ করা হয়নি। অনুমতি অস্বীকার করা হয়েছে বলে যা বলা হচ্ছে, তা আদতে সত্যি নয়", সংশ্লিষ্ট অভিযোগটি নিয়ে প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি।
গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, " আমি শিকাগো যেতে চেয়েছিলাম। কিন্তু যেতে পারলাম না কয়েকজন মানুষের অশুভ চক্রান্তের ফলে। এই ঘটনা আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে"।
স্বামী বিবেকানন্দের শিকাগোর হিন্দু ধর্ম সম্মেলনের ঐতিহাসিক বক্তৃতার 125 -তম বার্ষিকী উদযাপন উপলক্ষে রামকৃষ্ণ মিশনের সদর দফতর বেলুড় মঠে দাঁড়িয়ে এই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)