Read in English
This Article is From Dec 11, 2019

এই রাজ্যে আমরা মানুষকে বিভক্ত করি না: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এরাজ্যের আত্মা হল বৈচিত্রের মধ্যে ঐক্য। এবং আমরা মানুষকে জাতপাত, ধর্মবিশ্বাস ও ধর্মের ভিত্তিতে ভাগ বিভক্ত করি না।’’

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

সৈকত শহর দিঘায় ‘বেঙ্গল বিজনেস কনক্লেভ’-এ এসে একথা বলেন মমতা বন্দোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) বুধবার জানালেন এই রাজ্যের মূল সুর বৈচিত্রের মধ্যে ঐক্য। তিনি (CM Mamata Banerjee) বলেন, এখানে মানুষকে জাতপাত, ধর্মের ভিত্তিতে আলাদা করা হয় না। বুধবারই রাজ্যসভায় পেশ হয়েছে নাগরিকত্ব (সংশোধনী) বিল। বিতর্কিত এই বিলে পাকিস্তান, বাংলাদেশ ও আপগানিস্তান থেকে ভারতে আসা ধর্মীয় নিপীড়নের শিকার অমুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে না ধরে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। সোমবার মধ্যরাতে এই বিল পাস হয় লোকসভায়।  এই পরিস্থিতিতে সৈকত শহর দিঘায় ‘বেঙ্গল বিজনেস কনক্লেভ'-এ যোগ দিতে এসে এই কথা বলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এরাজ্যের আত্মা হল বৈচিত্রের মধ্যে ঐক্য। এবং আমরা মানুষকে জাতপাত, ধর্মবিশ্বাস ও ধর্মের ভিত্তিতে ভাগ বিভক্ত করি না। আমরা একসঙ্গে মিলেমিশে থাকাতে বিশ্বাস করি। আমরা একটা পরিবার এবং কেউ এখানে বলতে পারবে না সে বঞ্চিত।''

  .  

দিঘার এই কনক্লেভে যোগ দিতে ২৮ দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। বাংলাদেশ, ভুটান, ব্রিটেন, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, রাশিয়া, ইতালি ও চিন ইত্যাদি নানা দেশ থেকে এসেছেন প্রতিনিধিরা। হর্ষ নেওটিয়া, ওয়াইকে মোদি, রুদ্র চট্টোপাধ্যায়, মায়াঙ্ক জালান, সঞ্জয় বুধিয়া আরও বহু শিল্পপতি এসেছেন সভায় যোগ দিতে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বহু অর্থনৈতিক পরিকাঠামোর বিচারে পশ্চিমবঙ্গ বহু রাজ্যের থেকে এগিয়েছে। অর্থনৈতিক বৃদ্ধি, বেকারত্বের হার, শিল্পবৃদ্ধি ও দারিদ্র হ্রাসকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জমি ব্যাঙ্ক, ট্যুরিজম পলিসি, টি ট্যুরিজম পলিসি ইত্যাদি রয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement