Read in English
This Article is From Jan 02, 2020

"আমরা ঘুমোচ্ছিলাম আপনারা জাগালেন": প্রশংসা স্বরার

-নতুন বছরের প্রথম দিন, বুধবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোকে এভাবেই স্বাগত জানালেন অভিনেত্রী Swara Bhasker

Advertisement
অল ইন্ডিয়া Edited by

প্রতিবাদী স্বরা (ফাইল চিত্র)

নয়া দিল্লি:

''Citizenship (Amendment) Act' নিয়ে আমরা যেন জেগে ঘুমোচ্ছিলাম। আপনারা আমাদের সেই ঘুম ভাঙালেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের''---নতুন বছরের প্রথম দিন, বুধবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোকে এভাবেই স্বাগত জানালেন অভিনেত্রী Swara Bhasker। ওইদিন বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সমাবেশে যোগ দেন স্বরা এবং সহ অভিনেতা জিশান আয়ুব। জিশান স্বরার সঙ্গে 'Raanjhanaa' ছবিতে কাজ করেছেন। সমাবেশে নিজের বক্তব্য রাখার সময়ে অভিনেত্রী নতুন নাগরিকত্ব আইনের সমালোচনা করে বলেন, দেশবাসীকে বিভক্ত করতেই এই আইন। দেশের একটি বিশেষ শ্রেণিকে "টার্গেট" বা লক্ষ্য বানানো হচ্ছে। একই সঙ্গে সংবিধানে আঘাত হানছে এই নয়া আইন।

ইন্ডিয়া গেটে জমায়েত শতাধিক, ভারতে নাগরিত্ব আইন বয়কটের শপথ

অভিনেত্রীর আরও অভিযোগ, শুধু দেশ বা দেশবাসী নয়, দেশের ধর্মনিরপেক্ষতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নতুন নাগরিকত্ব আইন। তাঁর যুক্তি, নতুন করে দেশের মুসলিম সম্প্রদায়কে নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করানো উচিত নয়। কারণ, ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা এবং দেশভাগের সময় তাঁদের একপ্রস্থ অগ্নিপরীক্ষা দিতে হয়েছে। তাই স্বরার আহ্বান, জাতি-ধর্ম ভুলে এখন সংবিধানের পাশে দাঁড়ানো উচিত সবার। আর যাঁরা নতুন আইনকে সমর্থন করা তাঁদের তিনি দেশের বিরুদ্ধ পক্ষ বলেই মনে করেন। একই সঙ্গে আইনের সমর্থনকারীদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, 'নয়া আইনকে সমর্থন করে জিন্না-র স্বপ্ন পূরণ করছেন আপনারা। এটা দেশের পক্ষে মঙ্গলজনক নয়। গান্ধিজির মত এবং পথের পক্ষে জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ওঁদের পাশে দাঁড়ান।'

Advertisement

‘‘ওঁরা কোথায় যাবেন, ইতালি?'' সংখ্যালঘু শরণার্থী প্রসঙ্গে জি কিষান রেড্ডি

একই সঙ্গে তিনি জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন জানিয়ে বলেন, 'আমরা অনেকদিন ঘুমিয়েছিলাম। আপনাদের প্রতিবাদ সেই ঘুম ভাঙাল। দেশের প্রতি আপনাদের এই ভালোবাসা, অন্তরের চানকে কুর্নিশ।'

Advertisement
Advertisement