মমতা বন্দ্যোপাধ্যায়কে সনিয়া গান্ধী বলেন, “আমরা একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালেও আমরা বন্ধু” (ফাইল ছবি)
নিউ দিল্লি: কংগ্রেস নেতার আক্রমণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে শান্ত করতে পারলেন না সনিয়া গান্ধীও। ইউপিএ চেয়ারপার্সন এবং কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন, “আমরা মনে রাখব”।
সারদাচিটফান্ড কাণ্ড নিয়ে লোকসভায় তৃণমূলকে আক্রমণ করেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী।তারপরেই সংসদের সেন্ট্রাল হলে মুখোমুখি হন দুই নেত্রী।মমতা বন্দ্যোপাধ্যায়কে সনিয়া গান্ধী বলেন, “আমরা একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালেও আমরা বন্ধু”।
বুধবার লোকসভায় চিটফান্ডগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া নিয়ে আলোচনা চলছি।সেখানেই সুর চড়ান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চিটফান্ড কাণ্ডের মূল অভিযু্ক্ত বলে মন্তব্য করেন তিনি।এদিন অধীর চৌধুরী বলেন, লক্ষাধিক মানুষের টাকা লুঠ হয়েছে, তাঁদের টাকা ফেরৎ দেওয়া উচিত।তাঁর মন্তব্যে উচ্ছস্বিত হয়ে উঠেন বিজেপি সাংসদরা।
কেজরিওয়ালের ধর্না মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে রাজ্যে একা লড়ার বার্তা দিলেন মমতা
সারদা এবং রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে আমানতকারীদের প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হন রাজ্যের শাসকদলের বহু নেতা।
২০১৬ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চিটটফান্ড দুর্নীতির অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী।
লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করায় পরিস্থিতির বদল হয়েছে।
সংসদের বাইরে কাগুজে প্লেন নিয়েই ক্যাগের রাফাল প্রতিবেদনের বিরুদ্ধে বিক্ষোভ কংগ্রেসের
কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী সমাবেশে প্রতিনিধি পাঠিয়েছিল কংগ্রেস। মঙ্গলবার রাতে তিনি বলেন, রাহুল গান্ধীর শ্যালক রবার্ট বঢ়রাকে জিজ্ঞাসাবাদ “রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই নয়”।সংসদে তৃণমূলের বিক্ষোভে যোগ দেন রাহুল গান্ধী।
কংগ্রেসের এই দু ধরণের কথা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি পরোয়া করি না...এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। রাজ্যের ব্যাপার আলাদা”।