This Article is From Aug 08, 2019

বৃষ্টিতে ভাসল কলকাতাসহ দক্ষিণবঙ্গ, ভোগান্তি আর কত জানাল আবহাওয়া দফতর

গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পুরুলিয়ায়। গত ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। তারপরেই রয়েছে ডায়মন্ড হারবার।

Advertisement
অল ইন্ডিয়া

বর্ষার মারকুটে ব্যাটিংয়ে জলমগ্ন কলকাতা।

বুধবার দিনভর চলার পরে বৃহস্পতিবার সকালেও কলকাতার (Kolkata) মানুষদের ঘুম ভাঙল বৃষ্টির (Rain) শব্দে। বর্ষা (Rain)এসে গেলেও সেভাবে যেন ব্যাটিং করতে পারছিল না সে। অবশেষে বর্ষার মারকুটে ব্যাটিংয়ে জলমগ্ন কলকাতা। আবহাওয়া দফতর জানাচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। বঙ্গোপসাগরের উত্তরে নিম্নচাপের কারণেই এই বৃষ্টি। গাড়ির সংখ্যা কম থাকলেও বৃষ্টির দাপটে শহরের বহু জায়গায় যানজট হয়ে যায় এদিন সকালে। বিপর্যস্ত হয় জনজীবন। স্কুল-কলেজ ও অফিসে অপেক্ষাকৃত কম ছিল উপস্থিতির হার। কেবল কলকাতাই নয়, অন্য জেলাতেও প্রবল বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার সারাদিন এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পুরুলিয়ায়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। তারপরেই রয়েছে ডায়মন্ড হারবার। সেখানে ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Advertisement

উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে কালিম্পং ও দার্জিলিংয়ে। কালিম্পংয়ে গত ২৪ ঘণ্টায় ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কালিম্পংয়ে পরিমাণটা হল ৪২ মিলিমিটার।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement