আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেইমতো বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার বিভিন্ন অংশে। মঙ্গলবার এই সব অঞ্চলে রাত সাড়ে দশটা থেকে ১-২ ঘণ্টা বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়াতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
এছাড়াও বৃষ্টি হবে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনাতেও।