This Article is From Dec 19, 2019

Weather Update Kolkata : ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, কলকাতায় টের পাওয়া যাবে কখন?

Weather Update Kolkata :আবহাওয়া দফতর জানাচ্ছে  আজ রাতের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে

Weather Update Kolkata : ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, কলকাতায় টের পাওয়া যাবে কখন?

এবার শীত যখন আসছে তা জমিয়ে ব্যাটিং করবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর (প্রতীকি ছবি)

কলকাতা:

আবহাওয়া দফতর জানিয়েছিল ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা কমবে। কলকাতায় শীত ধীরে ধীরে প্রবেশ করবে ।তবে প্রথম সপ্তাহ থেকে এখন প্রায় শেষ সপ্তাহের দিকে আমরা এগোচ্ছি। গতকাল থেকে কলকাতায় শীতের কাঁপন অনুভব করা যাচ্ছে। গতকাল শহরের তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রি নেমে যায়। গত পরশু যা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা নেমে দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ তাপমাত্রা আরও খানিকটা কমে নেমে যায় ১৩ ডিগ্রি সেলসিয়াস এর নীচে। আবহাওয়া দফতর জানাচ্ছে  আজ রাতের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। গত কয়েক বছর আবহাওয়ার  খামখেয়ালিপনায় শীতের আমেজ সেভাবে অনুভুত হয়নি। কলকাতা তথা বাংলা জুড়ে শীত পড়তে পড়তে জানুয়ারি পর্যন্ত পিছিয়ে যেতে হয়েছে। তবে ডিসেম্বরের শুরুতে না হলেও এবার শীত যখন আসছে তা জমিয়ে ব্যাটিং করবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর আর তাই গত দু'দিনে তাপমাত্রা যেভাবে কমছে তাতে আজকের তাপমাত্রা রাতের দিকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে কলকাতা তথা রাজ্যের বিস্তীর্ণ অংশজুড়ে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এলাকায় আগামী ২৪ ঘন্টায় থেকেই শৈত্যপ্রবাহ অনুভব করা যাবে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে শীতের প্রভাব বাড়বে অর্থাৎ জাঁকিয়ে শীত পড়বে উত্তরবঙ্গ জুড়ে।
তবে যেভাবে তাপমাত্রা নামছে ১৮ থেকে গত দু'দিনে যেভাবে দশে পৌঁছানোর বার্তা পাওয়া যাচ্ছে আবহাওয়া দফতর থেকে, তাতে আগামী দিনে রাজ্যজুড়ে এবং বিশেষ করে কলকাতায়, যে হাড় কাঁপানো শীত আসছে তা বলাই যায়।

.