This Article is From Nov 08, 2019

Weather Update Kolkata : আরও এগিয়ে এলো বুলবুল! বৃষ্টি শুরু কতক্ষণে?

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের(Weather Update Kolkata) দিকে রয়েছে তীব্র ঘূর্ণিঝড় বুলবুল ।

Weather Update Kolkata : আরও এগিয়ে এলো অতি তীব্র ঘূর্ণিঝড় বুলবুল! আর কত দূরে? (প্রতীকি)

কলকাতা:

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের(Weather Update Kolkata) দিকে রয়েছে তীব্র ঘূর্ণিঝড় বুলবুল । সাগর দ্বীপের ৭৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পূর্বে রয়েছে এই তীব্র ঘূর্ণিঝড় ,জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী  ২৪ ঘন্টায় এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে , অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আগামী ৩৬ ঘন্টায়। তারপর উত্তর, উত্তর পশ্চিম দিকে রওনা হয়ে অতি তীব্র ঘূর্ণিঝড় পৌঁছে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে। জানিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Update Kolkata)।এরপর আজ রাত থেকেই এটি তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রে  হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা ৮৫ থেকে ৯৫  কিলোমিটার প্রতি ঘন্টা এমনকী তা ১০৫ কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে। আগামীকাল থেকে এই তীব্র ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াবে এবং তখন হাওয়ার গতিবেগ থাকতে পারে ৯৫ থেকে ১০৫ এমনকি তা ১১৫ কিলোমিটার প্রতি ঘন্টাও থাকতে পারে। 

ডানা ঝাপটে ধেয়ে আসছে “অতি শক্তিশালী” “বুলবুল”, হানা দিতে পারে রাজ্যে

শনিবার সকালে এই তীব্র ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং তখন হাওয়ার গতিবেগ ১২০ থেকে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। জানিয়েছে আবহাওয়া দফতর। এর এর ফলে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে এবং ধীরে ধীরে এই হাওয়ার গতিবেগ আরও বাড়বে।এর ফলে রাজ্যে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি সতর্কতা ।

আগামীকাল থেকেই বৃষ্টি শুরু রাজ্যে। আগামী সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। এই সমস্ত জায়গায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে । এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Cyclone Bulbul: তীব্রতর হচ্ছে বুলবুল! আগামী ২৪ ঘণ্টায় পশ্চিবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে ঘূর্ণিঝড়

আজ থেকেই সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা লাগোয়া সমুদ্র, ৮ তারিখ থেকে উত্তাল এবং ৯ তারিখে তা আরও উত্তাল এবং ১০ তারিখ সকালে  অতি উত্তাল পরিস্থিতি থাকবে সমুদ্রে।৮ তারিখ থেকে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।  আবহাওয়া দফতরের তরফ থেকে লাল সর্তকতা জারি করা হয়েছে । যারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাদের ৭ তারিখ সন্ধ্যের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।হুগলি বন্দর এবং সাগর বন্দরেও সর্তকতা জারি করা হয়েছে।

.