Weather Update Kolkata: রবিবারে কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতা: ইডেন টেস্টে (Eden Test) বাংলাদেশ বেশ চাপে। আজ তৃতীয় দিনের খেলার আগে কেমন থাকবে কলকাতার (Weather Update Kolkata) আকাশ? কী বলছে আবহাওয়া দফতর, জেনে নিন। এমনিতেই আজ রবিবার ছুটির দিন। খেলা দেখতে যাওয়ার দারুণ সুযোগ । ইডেনের ঝলমলে উদ্বোধনী ম্যাচের দিন যারা টিকিট পাননি কিংবা যাওয়ার সুযোগ হয়নি, কাজের চাপ কিংবা অফিসের জন্য,আজ ছুটির দিনে ইডেন মুখো হবার সুবর্ণ সুযোগ। প্রথম গোলাপি বলের দিনরাতের টেস্ট ম্যাচের আজই কি ফয়সলা হয়ে যাবে? ক্রিকেট বিশেষজ্ঞরা তো তেমনই ইঙ্গিত দিচ্ছেন। যদিও সময় বলবে কী হবে আসলে। তবে ছুটির দিনে ইডেনে যাওয়ার আগে জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট (Weather Update Kolkata)।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সারা দিনে বৃষ্টি হবে না। মেঘমুক্ত থাকবে আজকের আকাশ, অর্থাৎ আকাশ বেশ পরিষ্কারই। বৃষ্টির সম্ভাবনাও একেবারেই নেই। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। সকাল থেকেই মিলেছে রোদের দেখা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯৫ শতাংশ। আর আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন থাকবে ৫৫%।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল হালকা ঠাণ্ডা পড়বে। সেরকমই হালকা ঠান্ডা ভাব রয়েছে কলকাতা জুড়ে। যদিও বেশ কিছু জেলায় কিন্তু ইতিমধ্যেই শীত এসে গেছে। কলকাতায় পুরোপুরি শীত পড়তে আরও খানিকটা সময় লাগবে। তাই এই হালকা শীতে কলকাতার মনোরম পরিবেশ উপভোগ করার সুযোগ হাতছাড়া একেবারেই করবেন না।