Weather Update Kolkata: কলকাতায় শীতের দেখা ঠিক কবে?
কলকাতা: আজ সকাল ঝকঝকে রোদ উঠেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সারাদিনই কলকাতার (Weather Update Kolkata) আকাশ পরিষ্কার থাকবে। হালকা ঠান্ডা ভাব রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু-তিন দিনের মধ্যেই তাপমাত্রা নামতে চলেছে কলকাতায়। ইতিমধ্যেই শহরে (Weather Update Kolkata) উত্তুরে হাওয়ার আমেজ পাওয়া যাচ্ছে। অন্যদিকে বেশ কিছু জেলায় গত এক সপ্তাহ আগে থেকেই শীত চলে এসেছে। বিশেষ করে পশ্চিমের জেলা মেদিনীপুর, বাঁকুড়া বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় শীত পৌঁছে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শহরে এখন যে হালকা ঠাণ্ডা ভাব অনুভব করা যাচ্ছে যার জেরে রাত্রে লেপ কম্বল মুড়ি দিয়ে থাকতে না হোক হালকা চাদর নিতে হচ্ছে, তা কিন্তু আসলে শীতের আমেজ। তবে শীতের পরশ পেতে আর খুব বেশি দেরি লাগবেনা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী দুই-তিনদিনের মধ্যেই তাপমাত্রা নামতে চলেছে তিলোত্তমায়।
শীতে উপরি পাওনা অবশ্যই নানান ধরনের শীতের সবজি যা ইতিমধ্যেই বাজার ছেয়েছে, তেমনই শীতের মরশুমি নানান ফল রয়েছে বাজারে। দেখা মিলছে কমলালেবুরও। নানান ধরনের পরিযায়ী পাখিরা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। এ সপ্তাহেই রয়েছে ক্রিকেটের রাজসূয় যজ্ঞ। প্রথম গোলাপি বলে খেলা হবে দিন-রাতের ভারত-বাংলাদেশের টেস্ট ম্যাচ। যা অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। শীতের পরশ গায়ে মেখে গ্যালারিতে বসে ক্রিকেট দেখার আনন্দই আলাদা অতএব আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা নামবে,তাতে খুশি কলকাতাবাসী। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ ৯৮% থাকবে। এবং আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে ৪৬%।
আজ জোয়ারের সময় বেলা ১.০৯ মিনিটে, আবার রাতে জোয়ার আসবে রাত ১.১৬ মিনিটে। আজ ভাটা হবে বেলা ৪.৫৫ মিনিটে পরে রাতে ভাটা রয়েছে ভোর ৫.০০ মিনিটে।