This Article is From Nov 03, 2019

Kolkata Weather update: আজ থেকেই কি রাজ্যে শীত? ছুটির দিন কেমন থাকবে কলকাতার আকাশ?

আজ, রবিবার ছুটির দিন। সকাল থেকে ঝলমলে রোদ উঠেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে আজ রবিবার কলকাতার (Weather Update Kolkata) আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement
Kolkata Reported by

Weather update Kolkata: শীত কি এসেই গেল তবে?

কলকাতা:

আজ, রবিবার ছুটির দিন। সকাল থেকে ঝলমলে রোদ উঠেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে রবিবার কলকাতার (Weather Update Kolkata) আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। গত কয়েকদিন ধরেই আবহাওয়া একই রকম রয়েছে ,অর্থাৎ সন্ধ্যেবেলায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, সকালের দিকে আর্দ্রতা জনিত সমস্যা থাকছে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা ভাব আরও খানিকটা বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতায় (Weather Update Kolkata) এখনই শীত না পড়লেও রাজ্যের বেশ কিছু জায়গায় আজ রবিবার থেকেই শীত পড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম ,মেদিনীপুরের কিছু অংশ, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় রবিবার থেকেই তাপমাত্রা নামতে পারে ,এমনটাই অনুমান আবহাওয়া দফতরের। তবে তার সঙ্গে সঙ্গেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে গোটা রাজ্যে শীত আসতে এখনও অনেকটা দেরি রয়েছে।

রাজ্যে উত্তর-পশ্চিমের হাওয়া থাকলেও ,তা বিস্তার করতে বা ছড়িয়ে পড়তে এখনও অনেকটা সময় লাগবে, বলছে হাওয়া অফিস।একের পর এক ঘূর্ণিঝড় আরব সাগরে। "কিয়ার" এরপর আসছে "মহা।" আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার। সেই নিম্নচাপ ক্রমেই ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা, সেদিকে নজর রয়েছে আবহাওয়া দফতরের।

আর্দ্রতা জনিত অস্বস্তি খানিকটা টের পাওয়া যাচ্ছে দিনে, আবার তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে রাতে। আর সেই কারণেই ভোরবেলায় কুয়াশার চাদরে ঢেকে থাকছে কলকাতা তথা রাজ্যের অনেক অংশ। কলকাতার ক্ষেত্রে দূষণের জন্য ধোঁয়া, কুয়াশার সঙ্গে মিশে ধোঁয়াশার চাদরে ঢেকে থাকছে সকালের কলকাতা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আজ মেঘলা থাকবে, তবে সকাল থেকেই রোদ উঠেছে। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আজ ৯৪% থাকবে এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হবে ৫০% থাকবে।

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে শুধুমাত্র কলকাতায় নয়, রাজ্যের কোথাও আজ বৃষ্টিপাতের এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। আজ আবার জগদ্ধাত্রী পুজো, রাজ্যের সর্বত্র চন্দননগরের মতো উৎসবের পরিবেশ না হলেও বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজো চলছে। যে কারণে রাজ্যের মানুষের কাছে আবারও সুযোগ উৎসবে সামিল হওয়ার। একেই ছুটির দিন তারপর উৎসব, সঙ্গে পাওনা মনোরম আবহাওয়া, তাই খুশি উদ্যোক্তা থেকে দর্শনার্থী সকলেই। অন্যদিকে শীত আসতে রাজ্যে খানিক দেরি হলেও কলকাতার বাজারে পৌঁছে গিয়েছে শীতের মরশুমি শাক সবজি। যদিও শীত তেমনভাবে না পড়ায়, বাজার এখন বেশ আগুন।

Advertisement