Weather Update Kolkata: কলকাতায় কবে আসছে শীত?
কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার আকাশ (Weather Update Kolkata) আংশিক মেঘলা থাকবে জানিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকেই ঝলমলে রোদ উঠেছে আজ। জগদ্ধাত্রী পুজোয় রাজ্যের বিভিন্ন অংশ এখন উৎসবমুখর। কলকাতার (Weather Update Kolkata) বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজোর জন্য উৎসবের আমেজ। কার্তিক মাসের শেষে এবছর হেমন্তর পরশ গায়ে মাখার সুযোগ হচ্ছে রাজ্যবাসীর। বলতে গেলে অনেক কাল পরে, কারণ গত কয়েক বছর ধরে আবহাওয়ার খামখেয়ালিপনায় ঋতু বৈচিত্র্য প্রায় ভুলতে বসেছিল বাঙালি। তবে এবার সঠিক সময়ে বর্ষা বিদায় নিয়েছে, দুর্গাপুজোর পর থেকেই হালকা ঠান্ডা ভাব অনুভব করা গেছে, কালীপুজোয় ঠান্ডা ভাব আরও বেড়েছে ।
গতকাল থেকেই রাজ্যের বেশ কিছু জেলায় শীত পড়েছে। পশ্চিমের জেলাগুলিতে শীত প্রবেশ করেছে। বীরভূম, বাঁকুড়া পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুরের একাংশে শীত চলে এসেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই পশ্চিমের জেলাগুলিতে শীত পড়ে গেলেও রাজ্যে উত্তর-পশ্চিমের যে হাওয়া রয়েছে, সেই হাওয়া কিন্তু এখনো পুরোপুরি ভাবে বিস্তার করতে বা ছড়িয়ে পড়তে খানিকটা সময় নেবে অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের শুরুতে কলকাতায় শীত আসার সম্ভাবনা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬% থাকবে আজকে, আর আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৪৯% থাকবে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোথাও কোন বৃষ্টি হয়নি। এবং আগামী ২৪ ঘন্টায়ও বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই, জানিয়েছে হাওয়া অফিস। সকালে আর্দ্রতা জনিত সমস্যা বজায় থাকায় তাপমাত্রা খানিকটা বেশি থাকছে কলকাতায়। তবে রাতের দিকে ঠান্ডা পড়ায় তাপমাত্রা হঠাৎ করেই নীচে নেমে যাচ্ছে ,যার ফলে সকালবেলায় কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে কলকাতার আকাশ । এদিকে দিল্লির দূষণ নিয়ে যখন ত্রাহি ত্রাহি রব গোটা রাজধানীজুড়ে এমনকি তাবড় তাবড় বিশ্বনেতারা উদ্বেগ প্রকাশ করেছেন ,সাহায্যের হাত বাড়িয়েছেন তখন কলকাতাও কিন্তু দূষণের নিরিখে খুব একটা পিছিয়ে নেই। কলকাতার দূষণ আর সঙ্গে কুয়াশা দুই মিলে কলকাতার আকাশ ধোঁয়াশায় ঢেকে থাকছে। তাই অনেকেই পরামর্শ দিচ্ছেন সকালবেলা যারা প্রাতঃভ্রমণে যান সকালের পরিবর্তে তারা যদি সন্ধ্যেবেলাকে বেছে নেন, তা স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো ।