#WednesdayMotivation পড়ুন জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ কিছু উদ্ধৃতি
নিউ দিল্লি: #WednesdayMotivation #WednesdayWisdom #WednesdayThoughts এই ধরনের অজস্র হ্যাসট্যাগ আপনার টাইমলাইনে আসতেই থাকে। কারণ আপনার ক্ষমতা ও ভেতরের ইচ্ছাটাকে বারংবার জাগানোটা খুবই জরুরি। কোনো রকম চেষ্টা না করে, কোনো কাজ না করে জীবনে দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়ে যাওয়াটা বোধহয় সবচেয়ে সহজ কাজ। চেষ্টা না করেই জীবনের হাল ছেড়ে দেওয়াটা খুবই সহজ, ''আমার দ্বারা কিছু হবেনা'' -এই ধরনের চিন্তা মনে পোষণ করতে খুব বেশি পরিশ্রম করতে হয় না। তাই এই ধরনের চিন্তা ছুঁড়ে ফেলে দিয়ে, সর্বদা নিজেকে আনন্দে রাখতে শিখুন। একটা কথা মাথায় রাখবেন সক্রিয়তার সাথে এগিয়ে যাওয়াই জীবন। জীবনের গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে একটা 'কিকের' দরকার আছে। যা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে (Motivate)। তাই এখানে আপনার জন্য কিছু অসাধারণ উদ্ধৃতি দেওয়া হল, শেষ পর্যন্ত সবকটা পড়লে, নিজেকে ভেতর থেকে কতটা দৃঢ় লাগবে তা আপনি নিজেই বুঝতে পারবেন।
জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ কিছু উদ্ধৃতি:
শুধু জেতাই নয়, কোথায় পরাজিত হতে হবে, যারা সেটা জানেন, তারাও মহান।
প্রতিটি ছোট ছোট পরিবর্তন, যেকোনো বড়ো সফলতার অংশ।
সহজেই যা পাওয়া যায়, তা টিঁকে থাকে না। যা সর্বকালের জন্য টিঁকে থাকে তা সহজে পাওয়া যায় না।
যে বদলায় সেই এগায়।
আপনি কেমন তার ওপরেই আপনার খুশি নির্ভর করে, আপনার কাছে কি আছে তার ওপর নয়।
নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। মন যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে।
দুর্বল লোকেরা প্রতিশোধ নেয়, শক্তিশালী লোকেরা ক্ষমা করে দেয়। আর বুদ্ধিমানরা অদেখা করে।
আপনার হাতে সময় খুবই কম, তাই নিজের জীবনটা উপভোগ করুন, অন্যের জীবন নয়
শিক্ষার উদ্দেশ্য যদি চাকরি পাওয়া হয়, তাহলে সমাজে শুধুমাত্র চাকরেরই জন্ম হবে, মালিকের নয়।
আপনি যদি নিজের ইচ্ছা গুলোকে জয় করতে পারেন, তাহলে জানবেন আপনি সফল।
যদি ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন বলে মনে হয়, তাহলে বেশি দূরে না তাকিয়ে নিজের বর্তমানের দিকে ফোকাস করতে শিখুন।
সফল লোকেদের মুখে দুটো জিনিস দেখা যায়।এক নীরবতা আর অপরটি হল হাসি।
নিচে পড়া দুর্ঘটনা, কিন্তু পড়ে থাকা আপনার ইচ্ছা।
আপনার সমস্যার কত বড়ো তা নিজের ক্ষমতাকে জানতে দেবেন না। বরং আপনি কত ক্ষমতাবান তা নিজের সমস্যাকে জানিয়ে দিন।
দেখুন বিশেষ বিশেষ কিছু খবর:
Click for more
trending news