ক্ষমতায় আসার পর এই প্রথম বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেন ইমরান।
হাইলাইটস
- আমাদের ঘাড়ে রেখে বন্দুক চালানবার দিন শেষ, আমেরিকাকে তোপ ইমরানের
- ক্ষমতায় আসার পর এই প্রথম বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেন
- ওয়াশিংটন পোস্টের লালি ওয়েমাউথের সঙ্গে কথা হল তাঁর
ইসলামাবাদ: ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকা। এখন সে দেশের প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পর এই প্রথম বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেন ইমরান। ওয়াশিংটন পোস্টের লালি ওয়েমাউথের সঙ্গে কথা হল তাঁর। উঠে এলো বহু তথ্য।
প্রশ্ন. আমেরিকার সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন? রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছে পাকিস্তান সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল। একই সঙ্গে অনুদানও না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউজ। এ নিয়ে দুপক্ষের মধ্যে টুইটারে তরজাও হয়েছিল।
উত্তরঃ টুইটারে তরজা হয়নি। আমি শুধু বলেছিলাম ট্রাম্প ইতিহাস না জেনে কথা বলছেন। আর তাছাড়া কোনও দেশের সঙ্গেই আমরা এমন কোনও সম্পর্কে যাব না যেখানে আমাদের ভাড়া করা বন্দুক ভাবা হবে। আমরা আমাদের দেশের মাটি ব্যবহার করে অন্য কারও হয়ে যুদ্ধ লড়ব না।
প্রশ্নঃ কিন্তু ট্রাম্প তো আপনাকে কিছু বলেননি। তাঁর অভিযোগ ছিল পাকিস্তানের প্রাক্তন শাসকদের বিরুদ্ধে।
উত্তরঃ না উনি সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করে মন্তব্য করছিলেন।
প্রশ্নঃ আমেরিকার আধিকারিকরা মনে করেন পাকিস্তানে তালিবানের জঙ্গিরা থাকে। উত্তরঃ আমি ক্ষমতায় আসার পর নিরাপত্তা বাহিনী আমাকে বলেছে আমেরিকার কাছে বার বার জানতে চাওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি কোথায় আছে? ওরা বলেনি। আর তাই আমরা বিশ্বাস করি পাকিস্তানে তালিবানের জঙ্গি ঘাঁটি নেই।
প্রশ্নঃ এই বক্তব্যে আপনার বিশ্বাস আছে? উত্তরঃ আমাদের দেশে আফগানিস্তানের প্রায় ২৭ লাখ উদ্বাস্তু এখনও বাস করেন। কিন্তু তাঁরা সবাই উদ্বাস্তু শিবিরে থাকেন।
প্রশ্নঃ কিন্তু আপনার কী মনে হয় আমেরিকা বোকা?
উত্তরঃ জঙ্গিদের অবস্থান কোথায়? সেটা আমাদের জানা নেই।
আরও খবর পড়ুন এখানে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)