Read in English
This Article is From Jun 09, 2020

"করোনা এক্সপ্রেসই আপনার সরকারকে বাংলার বাইরে পাঠাবে", মমতাকে বিঁধলেন অমিত শাহ

কেন্দ্রের নানা সুবিধা থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বঞ্চিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভার্চুয়াল সমাবেশে এমন অভিযোগও করেন বিজেপির চাণক্য

Advertisement
অল ইন্ডিয়া Written by

West Bengal: রাজ্যকে বদলে সোনার বাংলা গড়তে চায় বিজেপি, বললেন অমিত শাহ

Highlights

  • পশ্চিমবঙ্গের শাসকদল রাজনীতি করতে করতে মানবিকতার সীমা অতিক্রম করেছে
  • ভার্চুয়াল সমাবেশের মাধ্যমে এমন কথাই বললেন অমিত শাহ
  • রাজ্য থেকে তৃণমূল সরকারকে হঠানোর ডাক দিলেন বিজেপির চাণক্য
নয়া দিল্লি:

‘জনসংবাদ র‌্যালি'-র মাধ্যমে বাংলায় (West Bengal) এবার পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে রাজ্যের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল সরকার হঠানোর ডাক দিলেন বিজেপির চাণক্য (Amit Shah)। মঙ্গলবারের ওই ভার্চুয়াল র‍্যালিতে অংশ নিয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও। "আমরা রাজনীতি করছি না, রাজনীতি করছেন মমতাদি", আক্রমণাত্মক ঢঙে এমন কথা বলেই রাজ্যের তৃণমূল সরকারকে বেঁধেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রের নানা সুবিধা থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বঞ্চিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের বঞ্চিত করছেন তিনি।  নরেন্দ্র মোদি ক্রমেই এ রাজ্যে জনপ্রিয় হয়ে উঠছেন, এই ভয়ে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একথাও বলেন অমিত শাহ।

খুব তাড়াতাড়ি বাংলায় বিজেপি সরকার আসতে চলেছে, এমন কথাও বলেন বিজেপির পোড় খাওয়া নেতা। 'করোনা এক্সপ্রেস'ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বাংলা থেকে বাইরে পাঠিয়ে দেবে, পরিযায়ী শ্রমিকদের প্রতি তৃণমূল সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ধরে বলেন অমিত শাহ।

বঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে জোরদার ভার্চুয়াল প্রচারে আজ অমিত শাহ

Advertisement

মঙ্গলবার ভার্চুয়াল সমাবেশের মাধ্যমে রীতিমতো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্যে বিজেপির সুর বেঁধে দিলেন অমিত শাহ। "বাংলা থেকে বামেদের সরিয়ে রাজ্যের মানুষ তৃণমূল সরকার এনে ভুগছেন, একবার বিজেপি সরকারকে সুযোগ দিয়ে দেখুন পস্তাবেন না", এভাবেই বলেন ওই বিজেপি নেতা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে গত ১০ বছরের কাজের হিসাব চাইলেন অমিত শাহ।

'সোনার বাংলা' গড়ার ডাক দিয়ে মঙ্গলবার অমিত শাহ বলেন, "যে রাজ্যে একসময় রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যেত, সেখানে এখন শুধুই বোমা ও গোলাগুলির আওয়াজ শোনা যায়"। রাজ্যে লাগাতার রাজনৈতিক হিংসা চলছে, তাই এই পরিস্থিতির পরিবর্তন চাইলে রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিক, দরাজ কণ্ঠে আহ্বান জানান তিনি।

Advertisement

বাংলার করোনা সঙ্কট কাটাতে যথেষ্ট সময় দিচ্ছেন না মুখ্যমন্ত্রী: বিজেপি

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সরাসরি এই অভিযোগও করেন অমিত শাহ। পাশাপাশি রাজ্য সরকার বাংলায় করোনা যোদ্ধাদের সুরক্ষা দিতে ব্যর্থ, একথাও বলেন তিনি।

Advertisement

আয়ুষ্মান প্রকল্পের মতো কার্যকরী কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বাংলার মানুষ, এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দোষারোপ করে অমিত শাহ বলেন, "আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে সারা দেশে সুবিধা পাচ্ছেন গরিব মানুষ, কিন্তু এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রকল্প চালু করতে দেননি। তবে কি বাংলার মানুষ স্বাস্থ্যের অধিকার পাবেন না?" যদি আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হয় এবং বিজেপি সরকার গঠন করতে পারে তবে পশ্চিমবঙ্গের মানুষও আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন, এমন নিশ্চয়তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "নির্বাচন শেষ হতে দিন, রাজ্যে বিজেপি সরকার এলেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে"।

Advertisement