কলকাতা: গতকাল অবধি রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ২৫৭৩ জন। নতুন করে একদিনে ২৭৭ জন আক্রান্ত হওয়ায় যা শুক্রবার বেড়ে হয়েছে ২৭৩৬ জন। এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ২৭০, যার মধ্যে কোমর্বিডিটির কারণে মৃত ৭২ জন। রাজ্যে সরকার জানিয়েছে, ২৪ ঘণ্টায় মোট ৯২৮২ জনের শারীরিক পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১,৮৫,০৫১ জন মানুষের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাওড়ায় নতুন করে ২৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৫৪, উত্তর দিনাজপুরে ২৩। সরকারি সূত্রের খবর, বীরভূমে করোনা আক্রান্ত হয়েছেন ২১ জন মানুষ। এমনকি নতুন জেলা আলিপুরদুয়ারেও ৪ জন কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে।
আর রাজ্যের রাজধানী কলকাতায়? একদিনে ৭১ খানা নতুন কোভিড-১৯ পজিটিভ কেস মিলেছে তিলোত্তমায়। অন্যদিকে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ঢোকায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা নিয়ে বাড়ছে ক্ষোভ। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। জগদীপ ধনখড় টুইট করে জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকরা ফেলনা নন। তাঁরা রাজ্যের সম্পদ। ‘‘যে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসছেন, তাঁরা আমাদের আপনজন। তাঁরা পেটের দায়ে রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিলেন। ওঁরা আমাদের সম্পদ, কেউ ফেলনা নন। আমাদের ছেলেমেয়েরা প্রতিকূল পরিস্থিতিতে পড়ে নিজেদের ঘরে, আপনজনের কাছে ফিরতে চাইতেই পারেন। বিশ্বব্যাপী মহামারীর প্রেক্ষাপটে নিজেদের বাড়ি ফিরে আসলে তাঁদের উষ্ণ আমন্ত্রণ প্রাপ্য। তাঁদেরকে কোভিড সংক্রমণকারী হিসেবে দেগে দেওয়া অন্যায়, অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং হৃদয়বিদারক। মানবিক মূল্যবোধ অটুট রেখেও কোভিড-১৯ সংক্রান্ত সমস্ত নিয়মাবলী এবং নির্দেশ মেনে চলা যায়,” টুইট রাজ্যপালের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৬৬ জন। শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই প্রথম দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ৭০০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৭৫। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, দেশে মোট করোনা আক্রান্ত ১,৬৫,৭৯৯ জন। মৃত ৪,৭০৬। সুস্থ হয়ে গিয়েছেন ৭১,১০৬ জন। রবিবার চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে। লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি কেন্দ্র সরকার।