This Article is From May 26, 2018

নরেন্দ্র মোদী,জাতীয় সঙ্গীত সম্পর্কে উত্তর দিতে ব্যর্থ হওয়ায় ট্রেনে মারধর

বৃহস্পতিবার স্থানীয় একটি এনজিও -এর বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে

নরেন্দ্র মোদী,জাতীয় সঙ্গীত সম্পর্কে উত্তর দিতে ব্যর্থ হওয়ায় ট্রেনে মারধর

মালদা জেলার কালিয়াচাক যাওয়ার পথের একজন অভিযানকারী শ্রমিক

হাইলাইটস

  • চলন্ত ট্রেনে চারজন ব্যক্তি একজন ব্যক্তিকে ধরে মারধর করে
  • এই ব্যক্তি একজন অভিযানকারী শ্রমিক
  • একটি এনজিও -এর বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে
Malda, West Bengal: পুলিশ সূত্র থেকে জানানো গেছে, একটি চলন্ত ট্রেনে চারজন ব্যক্তি একজন ব্যক্তিকে ধরে মারধর করে, কারণটি হল, জাতীয় সঙ্গীত ও নরেন্দ্র মোদী।এই চারজন অভিযুক্ত নরেন্দ্র মোদী ও জাতীয় সঙ্গীত সম্পর্কে এই ব্যক্তিকে প্রশ্ন করে বলে জানা যাচ্ছে, কিন্তু সে তার সঠিক উত্তর দিতে না পারার জন্য তাকে উপদ্রব করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, এই ব্যক্তি একজন অভিযানকারী শ্রমিক, 14 মে হাওড়া থেকে মালদা জেলার কালিয়াচাক যাওয়ার পথে চারজন ট্রেনে ওঠে, তার পাশে বসে তাকে প্রশ্ন করে।

সে জানিয়েছে, তারা ট্রেনের মধ্যে হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় সঙ্গীত ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, সে আরও বলে, সে যখন প্রশ্নের জবাব দিতে পারছিল না তখন তাদের মধ্যে একটি লোক  চিৎকার করে উঠল।


পরে ব্যান্ডেল স্টেশনে দলটি নেমে যায়।

স্থানীয় এনজিও- বাংলা সংষ্কৃতি মঞ্চ - অভিযোগকারীর বিরুদ্ধে গতকাল এফআইআর দায়ের করে।সহ যাত্রীদের কাছ থেকে নেওয়া ভিডিওর ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে বলে কালিয়াচাক থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সুমন চট্টোপাধ্যায় জানান।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে, চ্যাটার্জী বলেন।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.